বছরের প্রথম পাঁচ মাসে চীনের বৈদেশিক বাণিজ্যে আমদানি-রফতানি ৮.৩% বৃদ্ধি
2022-06-10 19:30:32

জুন ১০: চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনের বৈদেশিক বাণিজ্যে আমদানি ও রফতানির মোট মূল্য ছিল ১৬.০৪ ট্রিলিয়ন ইউয়ান, যা গত বছরের একই সময়ের তুলনায় ৮.৩ শতাংশ বেশি। চীনের কাস্টমস সাধারণ প্রশাসন আজ (শুক্রবার) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, চীনের বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রফতানিতে স্থিতিশীল প্রবৃদ্ধি অর্জিত হয়েছে এবং দেশের বৈদেশিক বাণিজ্যকাঠামো ক্রমশ উন্নত হচ্ছে। চীনে স্থিতিশীল মহামারী পরিস্থিতির কারণে, ভবিষ্যতে বৈদেশিক বাণিজ্যে আমদানি-রফতানি অব্যাহতভাবে বৃদ্ধি পাবে বলেও আশা করা হচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) চীনের কাস্টমস সাধারণ প্রশাসন থেকে প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীন রফতানি করেছে ৮.৯৪ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য ও সেবা, যা গত বছরে একই সময়ের চেয়ে ১১.৪% বেশি। আর একই সময়ে আমদানি করেছে ৭.১ ট্রিলিয়ন ইউয়ান মূল্যের পণ্য ও সেবা, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪.৭% বেশি।

প্রকাশিত তথ্যানুসারে, আসিয়ান চীনের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার হিসাবে রয়ে গেছে।  (ইয়াং/আলিম/ছাই)