ব্রিক্সের ১২তম মন্ত্রী পর্যায়ের সম্মেলনে চীনা উপ-প্রধানমন্ত্রীর ভিডিও-ভাষণ
2022-06-10 16:27:45


জুন ১০: ব্রিক্সভুক্ত দেশগুলোর ১২তম অর্থ ও বাণিজ্যমন্ত্রী পর্যায়ের সম্মেলন গতকাল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়। এতে ভিডিও-ভাষণ দেন চীনা উপ-প্রধানমন্ত্রী হু ছুন হুয়া।

ভাষণে তিনি বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর সহযোগিতার সাফল্য নিয়ে প্রবল আশাবাদী চীনা প্রেসিডেন্ট সি চিন পিং। তিনি ব্রিক্সের দেশগুলোর মধ্যে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে অর্থনৈতিক ও বৈজ্ঞানিক খাতে সহযোগিতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন।

চীনা উপ-প্রধানমন্ত্রী বলেন, সদস্যদেশগুলোর সঙ্গে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের বিনিময় ও যোগাযোগ আরও গভীরতর করতে এবং সহযোগিতার সম্ভাবনা কাজে লাগাতে তাঁর দেশ  ইচ্ছুক।

উপ-প্রধানমন্ত্রী হু আরও বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিবেশ জটিল। এখন বিভিন্ন ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ লক্ষণীয়ভাবে বাড়ছে। এ প্রেক্ষাপটে ব্রিক্সভুক্ত দেশগুলোর উচিত যৌথভাবে আর্থ-বাণিজ্যিক ক্ষেত্রের বাস্তব সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ এবং বৈশ্বিক শিল্প চেইন ও সরবরাহ চেইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করা। (ওয়াং হাইমান/আলিম/ছাই)