জুন ১০: ‘লাসা শহরের কেন্দ্রীয় অঞ্চলের জলের ব্যবস্থাপনা এবং পরিবেশগত পুনরুদ্ধার পরিকল্পনা (২০১৮-২০৩৫)’ বাস্তবায়নের মাধ্যমে, তিব্বতের লাসা শহরে ধীরে ধীরে ঐতিহাসিক জলব্যবস্থা পুনরুদ্ধার হচ্ছে; বিদ্যমান জলব্যবস্থার উন্নতি হচ্ছে; এবং ‘দুই নদী, তিনটি রূপরেখা, জল নেটওয়ার্ক ও ঘন আচ্ছাদিত হ্রদ’-সহ শহুরে জলব্যবস্থার কাঠামো একীকরণ হচ্ছে। লাসাকে একটি প্রাণবন্ত "মালভূমি জলের শহর" করে গড়ে তোলা হচ্ছে। (ইয়াং/আলিম/ছাই)