আগুন লাগলে করণীয়
2022-06-10 10:45:18

সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

 

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন মোঃ ইলিয়াস চৌধুরী সংবাদমাধ্যমকে বলছেন, 'আগুনের ঘটনায় আহত হয়েছেন ২০০ জনের বেশি। তাদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক’।

 

দমকল বিভাগ জানিয়েছে, আগুন নেভাতে গিয়ে তাদের নয়জন সদস্য নিহত হয়েছে। আরও তিনজন এখনো নিখোঁজ রয়েছে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জানানো হয়েছে সেখানে বার্ন ইউনিটে গুরুতর অবস্থায় পাঁচ জনকে নিয়ে আসা হয়েছে।

 

প্রথমে আমরা এ দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক এবং আহতদের ও তাদের আত্মীয়স্বজনের প্রতি সমবেদনা জানাই।

 

আপনারা যেন কোনো অগ্নিকান্ডের কবলে না পড়েন-সেই প্রত্যাশা করি আমরা। তবে অগ্নিকান্ড থেকে নিজেকে রক্ষা করার বিষয়ে জানা প্রয়োজন, তাই না?

 

আগুন লেগে যাবে এমন উপলব্ধি বা ধারণা স্থির হবার সঙ্গে সঙ্গে দ্রুত বের হয়ে আসুন। কোনো সামগ্রী, সম্পত্তি বা বস্তু সংগ্রহের জন্য এতটুকু সময় নষ্ট করা উচিত নয়।

পরিবারের সবার উচিত সবসময় আগুন থেকে নিজেকে এবং অন্যদের রক্ষার জন্য এবং দ্রুত বের হয়ে আসার জন্য বেশ কয়েকটি বর্হিগমন পথ চিনে রাখা।

যদি আপনার আশেপাশে আগুনের লেলিহান শিখা জ্বলে উঠে ভেজানো কাপড় বা লেপ দিয়ে মাথা ও শরীর ঢেকে দ্রুত নিরাপদ স্থানে বের হয়ে আসুন।

ঘন ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়লে আপনার উচিত যথাসম্ভব মাটির দিকে শরীর রেখে এবং ভেজানো কাপড় বা তোয়ালে দিয়ে মুখ ও নাক ঢেকে রাখুন।

গায়ে আগুন লাগলে দৌড়াবেন না। আপনার উচিত তাত্ক্ষণিকভাবে মাটিতে গড়াগড়ি দিয়ে আগুন নিভিয়ে ফেলা বা মোটা কাপড় জড়িয়ে নিয়েও আগুন নেভাতে পারেন।

আগুন লাগলে বের হবার জন্য লিফ্ট ব্যবহার করা অত্যন্ত বিপদজনক। বরং সিড়ি ব্যবহার করে দরজা দিয়ে বের হয়ে আসুন।

যদি ঘরের বাইরে আগুন লাগে এবং দরজায় আগুন লাগার সম্ভাবনা বুঝতে পারেন, তাহলে এ সময় দরজা খুলবেন না। যাতে আগুন ঘরের ভিতরে আসতে না পারে। এ সময় ভেজানো লেপ ও কাপড় দিয়ে দরজা ও জানালার ফাঁকা জায়গাগুলো ঢেকে রাখুন এবং বেশি করে পানি ঢেলে আগুনের তাপ নিয়ন্ত্রণ করুন।

যদি বের হবার সবপথ আগুনে অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে আপনার উচিত তাত্ক্ষণিকভাবে ঘরের ছাদ বা সুবিধামত স্থান থেকে আপনার অবস্থান জানানো, এক্ষেত্রে আপনি টর্চলাইট বা উজ্জ্বল রঙের কাপড় নাড়িয়ে আপনার অবস্থান জানাতে পারেন, যাতে উদ্ধারকারীরা সহজে আপনাকে দেখতে পারেন।

উঁচু ভবন হলে সহজে ঝাপ দিবেন না। সিঁড়ি, করিডোর বা বর্জ্য নিষ্কাষণের পাইপ বেয়ে নেমে এসে নিজেকে বাচাতে পারেন। তা না হলে আপনি চাদর ছিড়ে দড়ি তৈরি করে জ্বানালার শক্ত কাঠামো বা লোহার গ্রীল প্রভৃতি বিভিন্ন শক্ত কিছুর সাথে বেঁধে নিন। তারপর সে দড়ি দিয়ে ধীরে ধীরে নিজেকে নামিয়ে আনার ব্যবস্থা করুন।