তিব্বতি চেরি পাকতে শুরু করেছে
2022-06-09 17:00:51

জুন ৮: ২০১৯ সালে, তিব্বতের নিমু অঞ্চলে, চেরি গাছ রোপণ করা শুরু হয়েছিল এবং সেই বছর প্রথম রোপণ করা ৩০০টি গাছের সবকটি বড় হয়। প্রায় তিন বছরের অভিজ্ঞতা ও অনুসন্ধানের পর, এখন ১৬টি গ্রিনহাউসে ৬০০০টিরও বেশি চেরিগাছ রয়েছে। এখন নিমু চেরি পাকছে। এখন নিজে গিয়ে তা গাছ থেকে সংগ্রহ করতে পারেন।  (ইয়াং/আলিম/ছাই)