চীনের বৈদেশিক বাণিজ্য প্রত্যাশা ছাড়িয়ে গেছে: সিএমজি সম্পাদকীয়
2022-06-09 20:14:22

জুন ৯: চীনের শুল্ক সাধারণ বিভাগ আজ (বৃহস্পতিবার) দেশের সর্বশেষ বৈদেশিক বাণিজ্যের পরিসংখ্যান প্রকাশ করেছে। মার্কিন ডলারে চীনে গত মে মাসে আমদানি-রপ্তানির পরিমাণ ছিল ৫৩৭.৭৪ বিলিয়ন ডলার, যা এপ্রিলের চেয়ে ১১ শতাংশ বেশি। এর মধ্যে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায় ১৬.৯ শতাংশ। এটি বিদেশী অর্থনীতিবিদদের প্রত্যাশার ৮ শতাংশ পয়েন্ট বেশি। এ ছাড়াও, মে মাসে আমদানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ৪ শতাংশ। মহামারীর মধ্যেও চীনে বৈদেশিক বাণিজ্য উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

গত মে মাসে শাংহাইয়ে মহামারী নিয়ন্ত্রণে আসে। স্থানীয় ইয়াংসি নদীর ব-দ্বীপ অঞ্চলের বৈদেশিক বাণিজ্য পুনরুদ্ধার হয়েছে। মে মাসে এ অঞ্চলে আমদানি-রপ্তানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে প্রায় ২০ শতাংশ।

গোটা চীনে বৈদেশিক বাণিজ্যের আমদানি ও রপ্তানিতে মহামারীর প্রভাবও স্বল্পমেয়াদী। নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সংস্থা আইএনজি মনে করে, যদি চীন কার্যকরভাবে মহামারী প্রতিরোধ করতে পারে, চীনের রপ্তানির বার্ষিক প্রবৃদ্ধি হবে ১৫ শতাংশ।

সম্প্রতি শাংহাই ও বেইজিংসহ চীনের বিভিন্ন অঞ্চলে অর্থনীতি স্থিতিশীল রাখতে ধারাবাহিক ব্যবস্থা নেোয়া হয়। বৈদেশিক বাণিজ্য চীনের অর্থনীতি পর্যবেক্ষণের একটি ব্যারোমিটার। গত পাঁচ মাসে চীনের বৈদেশিক বাণিজ্য স্থিতিশীলভাবে উন্নত হয়েছে। এতে চীনা অর্থনীতির শক্তিশালী স্থিতিস্থাপকতা প্রতিফলিত হয়। (ছাই/আলিম)