লিন চি সিয়াং
2022-06-09 16:54:57



 

আজকের অনুষ্ঠানে চীনের হংকংয়ের একজন বিখ্যাত গায়কের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার লিন চি সিয়াং। তিনি হংকং পপ সংগীতের প্রতিষ্ঠাতা ও প্রতিনিধিত্বকারী গায়ক হিসেবে পরিচিত। সংগীত জীবনে তিনি অনেক ক্লাসিক ও জনপ্রিয় গান গেয়েছেন। চীনা পপ সংগীতের উন্নয়নে বড় প্রভাব ফেলেছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন লিন চি সিয়াংয়ের জনপ্রিয় একটি গান।গান ১

 

লিন চি সিয়াং ১৯৪৭ সালে চীনের হংকংয়ে জন্মগ্রহণ করেন। তার দাদা ও বাবা সংগীত অনুরাগী, তাদের প্রভাবে ছোটবেলা থেকে তিনি ইউয়ে অপেরা, পপ, রকসহ বিভিন্ন ধরনের গান শুনেছেন এবং সংগীত পছন্দ করেছেন। মাধ্যমিক স্কুলের সময়ে তিনি বন্ধুর সঙ্গে ব্যান্ড গঠন করেছেন। তবে পরিবারের পরিবর্তনের জন্য তিনি স্কুল থেকে ছেড়ে গিয়েছেন, কাজ করতে শুরু করেছেন। পরে তিনি খুব কঠিন ৪ বছর কাটিয়েছেন। সেই কঠিন সময়ে সংগীত থেকে লিন চি সিয়াং সান্ত্বনা ও শক্তি পেয়েছেন। এই অভিজ্ঞতা থেকে তিনি গান গাওয়ার সিদ্ধান্ত নেন। ১৯৭৫ সালে লিন চি সিয়াং হংকংয়ের ইয়ুশি সংগীত দলে যোগ দেন তার সংগীতজীবন শুরু করেন।গান ২

 

১৯৭৬ সালে লিন চি সিয়াং তার প্রথম অ্যালবাম ‘George Lam Series 1: Lam’ প্রকাশ করেন। এটা একটি ইংরেজি অ্যালবাম, সেই সময়ে বেশি নজর কাড়েনি। দুই বছর পর তিনি একটি ক্যান্টোনিজ অ্যালবাম প্রকাশ করেছেন। এতে তিনি চীনের ও পাশ্চাত্য সংগীতের বৈশিষ্ট্যযুক্ত গান গাওয়ার চেষ্টা করেছেন, তখনকার হংকংয়ে তা অনন্য ছিল। পরে তা পর্যায়ক্রমে তার সংগীতশৈলীতে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন লিন চি সিয়াংয়ের একটি সুন্দর গান ‘দীর্ঘ যাত্রায় তোমার সঙ্গে থাকবো’।গান ৩

 

১৯৮০ সালে লিন চি সিয়াং ক্যান্টোনিজ অ্যালবাম ‘মর্ডান লোক’ প্রকাশ করেন। অ্যালবামের অনেক গান তার নিজের রচনা। তার গান ‘তোমাকে দরকার’ ও ‘জলের মাঝখানে’ প্রকাশের পরই বেশ জনপ্রিয় হয়ে ওঠে। তার এ দুটি গান চীনা সংগীত অ্যাওয়ার্ডসের দুটি পুরস্কার পেয়েছে। এ দুটি গানে স্পষ্টভাবে চীনা ও পাশ্চাত্য সংগীতের মিশ্রণ শোনা যায়। বন্ধুরা, এখন লিন চি সিয়াংয়ের এই সুন্দর গান ‘জলের মাঝখানে’ শুনুন।গান ৪

 

গত শতাব্দীর ৮০ দশকে লিন চি সিয়াংয়ের সংগীত জীবনের শিখরে পৌঁছান। এই সময়ে তিনি অনেকগুলো অ্যালবাম প্রকাশ করেন, প্রতি বছরের চীনা সংগীত অ্যাওয়ার্ডসের তালিকায় তার নাম থাকে। পপ, রক, ড্যান্স, ক্লাসিকসহ বিভিন্ন রকমের গানে লিন চি সিয়াং তার নিজের বৈশিষ্ট্য যোগ করেছেন এবং হংকং এমনকি চীনা সংগীত মহলের সংগীত প্রবণতা সৃষ্টি করেছেন। তার নেতৃত্বে হংকং সংগীত বিশাল উন্নত হয়েছে, অনেক নতুন প্রজন্মের গায়ক হাজির হয়েছে। ১৯৯৪ সালে তিনি হংকং সংগীত মহালের সর্বোচ্চ সম্মান ‘চিন চেন পুরস্কার’ পেয়েছেন, পরে আজীবন সম্মাননা দেওয়া হয়েছেন। বন্ধুরা, এখন আমরা শুনবো লিন চি সিয়াং ও তার স্ত্রী—হংকংয়ের বিখ্যাত গায়িকা ইয়ে ছিয়ান উনের সঙ্গে গাওয়া খুব জনপ্রিয় একটি গান ‘বিচ্ছেদ হলেও তোমাকে ভালোবাসি’।গান ৫

 

লিন চি সিয়াং হংকং সংগীতের প্রতিনিধি হওয়ার একটি কারণ হল তার অনেক গান হংকং ও চীনা মানুষের শক্তিশালী ও পরিশ্রমী মনোভাব প্রতিফলিত হয়েছে। যেমন তার গান ‘ছেলে শক্তিশালী হতে হয়’। গানে চীনের বিখ্যাত মার্শাল আর্টিস্ট (martial artist) হুয়াং ফেই হোংয়ের গল্প বলা হয়েছে, গানে প্রতিফলিত ইতিবাচক, শক্তিশালী ও সাহসী চেতনা অনেক মানুষকে মুগ্ধ করেছে। গানটি চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ব্যাপক জনপ্রিয়তা পায়, এটাও লিন চি সিয়াংয়ের প্রতিনিধিত্বকারী একটি গান। বন্ধুরা, এখন গান  ‘ছেলেকে শক্তিশালী হতে হয়’ শুনুন।গান ৬

 

লিন চি সিয়াং হাজারেরও বেশি গান রচনা করেছেন এবং এখনও গান গাইছেন। তার কাছ থেকে সবসময় সংগীতের প্রতি গভীর ভালোবাসা ও অনুরাগ অনুভব করা যায়, তার গানগুলোও অব্যাহতভাবে মানুষকে উত্সাহিত করেছে। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা লিন চি সিয়াংয়ের আরেকটি সুন্দর গান ‘প্রকৃত সাহসী মানুষ’ শুনবো, আশা করি আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।