জুন ৮: ‘পিক মিশন—মাউন্ট এভারেস্টে বৈজ্ঞানিক মিশন ও গবেষণা’ কার্যক্রম সম্প্রতি মাউন্ট এভারেস্ট এলাকায় শুরু হয়।
এই বৈজ্ঞানিক মিশনটি প্রথমবারের মতো ৮০০০ মিটার উচ্চতা অতিক্রম করেছে এবং মাউন্ট এভারেস্টের চূড়ায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৮৪৮.৮৬ মিটার উঁচুতে ব্যাপক বৈজ্ঞানিক পরীক্ষা-নীরিক্ষা শেষ করেছে।
তাপমাত্রা, বাতাসের গতি এবং আর্দ্রতা পর্বতারোহীদের নিরাপত্তাকে সরাসরি প্রভাবিত করে। চীনা একাডেমি অফ সায়েন্সেসের ছিংহাই-তিব্বত মালভূমি ইনস্টিটিউট, চায়নিজ একাডেমি অফ মেটিওরোলজিক্যাল সায়েন্সেস এবং তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আবহাওয়া ব্যুরো বৈজ্ঞানিক মিশনের জন্য আবহাওয়াসংক্রান্ত সহায়তা প্রদানের জন্য হাত মিলিয়েছে।
(ইয়াং/আলিম/ছাই)