লেং সুই উপজেলা চীনের ছুংছিং শহরের একেবারে পূর্বে এবং হুপেই প্রদেশের লি ছুয়ান শহরের সীমান্তে অবস্থিত। সেখানকার গড় উচ্চতা ১,৫০০ মিটার এবং সারা বছরের গড় তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস। গ্রীষ্মকালে সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকে।
চীনের রেড আর্মি লেং সুই উপজেলায় দুবারের মতো যুদ্ধ করেছিল। এমন একটি পাহাড়ি ও দূরবর্তী একটি উপজেলার অর্থনৈতিক উন্নয়নও স্থানীয় আবহাওয়ার মতো ঠান্ডা ছিল। এখানে খাদ্য চাষ হতো না, আবহাওয়া ঠান্ডা এবং পরিবহন অবকাঠামো দুর্বল ছিল। পাহাড়ের অন্যদিকে হুয়াং সুই উপজেলা যখন গ্রীষ্মকালীন রিসর্ট শিল্পের উন্নয়ন করে, তখন লেং সুই উপজেলার নামই কেউ জানতো না।
তবে, গত কয়েক বছরে স্থানীয় সরকারের নেতৃত্বে লেং সুই উপজেলা নিজের বৈশিষ্ট্য অনুযায়ী স্বাস্থ্যসেবা শিল্পের উন্নয়ন করেছে। চলতি বছরের পয়লা মে জাতীয় ছুটির সময়ে অনেকে ক্যাম্পিং করতে লেং সুই উপজেলায় এসেছে। লেং সুই প্রাকৃতিক পর্যটন ক্যাম্পিং বেস ছুংছিং শহরের কেন্দ্র থেকে ২০০ কিলোমিটার দূরে হলেও মানুষ এখানে এসে ক্যাম্পিং করে। ক্যাম্পিং বেসের দায়িত্বশীল ব্যাক্তি জানিয়েছেন, সাধারণ ছুটির দু-এক সপ্তাহ আগেই সব হোটেল বুকিং হয়ে গেছে। এ ক্যাম্পিং সাইটটি একটি হাইওয়ের পাশে অবস্থিত। প্রতিবছর লাখ লাখ মানুষ এ হাইওয়ে দিয়ে সি চু জেলার নানা দর্শনীয় স্থানে যান। এ সুযোগ ধরে হাইওয়ের পাশে পরিত্যক্ত জমিতে একটি ক্যাম্পিং সাইট নির্মিত হয়। শুরুতে যারা হাইওয়ে দিয়ে অন্য জায়গায় যান, তারা এ ক্যাম্পিং বেস দেখতে দু-এক দিনের মতো এখানে থাকেন এবং ধাপে ধাপে এ ক্যাম্পিং বেস জনপ্রিয় হয়ে উঠে। লেং সুই উপজেলায় বনাঞ্চলের হার ৮৫ শতাংশের বেশি এবং সেখানে অক্সিজেনের ঘনত্ব বেশি বলে গ্রীষ্মকালীন ভ্রমণের জন্য এটি একটি ভাল পরিবেশ।
বর্তমানে স্বাস্থ্যসেবা পর্যটন শিল্পের নানা প্রকল্প চালু হবার সাথে সাথে আরও বেশি পর্যটক লেং সুই উপজেলার নাম জানে। প্রতিবছর লেং সুই’র মধ্য দিয়ে হুয়াং সুই জাতীয় বন পার্কে ভ্রমণ করতে যায় অনেক মানুষ। এবং স্থানীয় সরকারের বিনিয়োগের মাধ্যমে লেং সুই উপজেলায় একটি আধুনিক কৃষি বাগান প্রতিষ্ঠিত হয়েছে। যারা লেং সুই দিয়ে হুয়াং সুই যান, যাওয়ার পথে তারা এ কৃষি বাগানের নানা ফুল উপভোগ করতে পারেন। প্রতিদিন ৪,০০০ জনের বেশি পর্যটক এ বাগানে আসেন।
গ্রীষ্মকালীন পর্যটন ছাড়াও, শীত্কালে লেং সুই উপজেলায় নতুন সুযোগ তৈরি হয়েছে। সাধারণত শীত্কাল পর্যটনের নিম্ন ঋতু। তবে লেং সুই এর মতো পাহাড়ি অঞ্চল শীত্কালে তুষার ও বরফ পর্যটনের উন্নয়ন করতে পারে।
শীত্কালে তিনমাসের মতো তুষার থাকে লেং সুই উপজেলায় এবং তুষারের ঘনত্ব হয় ৩০ সিএম। আপনারা হয়ত জানেন না, ছুংছিং চীনের বিখ্যাত একটি গরম নগর। তাই স্থানীয়রা বরফ ও তুষার কম দেখতে পায় । এমতাবস্থায় লেং সুই ছুংছিং শহরের বিরল একটি শীত্কালীন পর্যটন স্থানে পরিণত হয়েছে।
২০১৮ সালের শেষ দিকে লেং সুই আন্তর্জাতিক স্কি ক্ষেত আনুষ্ঠানিক ভাবে চালু হয়েছে এবং স্থানীয় বরফ ও তুষার ক্রীড়া খেলার মাঠের আয়তন ১ লাখ বর্গ মিটারের বেশি।
এখানে যথাক্রমে জাতীয় গণক্রস কান্ট্রি স্কি চ্যালেঞ্জ প্রতিযোগিতা ও জাতীয় গণস্নোবোর্ড চ্যালেঞ্জ প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়। গেমস আয়োজন এবং বেইজিং শীত্কালীন অলিম্পিক গেমসের প্রভাবে শীত্কালেও অনেক পর্যটক লেং সুই উপজেলায় এসে স্কি ও স্কিটিং করেন। পরিসংখ্যান অনুযায়ী, গত বসন্ত উত্সবের সাতদিনের ছুটিতে প্রতিদিন ২০ হাজারের বেশি পর্যটক স্কি ক্ষেতে আসেন এবং তখন স্কি ক্ষেতের আয় হয় ২০ লাখের বেশি ইউয়ান।
আর বরফ ও তুষার পর্যটনের প্রভাবে স্থানীয় গ্রামীণ হোটেল ও ক্যাটারিং ব্যবসাও দিন দিন ভাল হচ্ছে। গ্রামীণ রেঁস্তোরা স্কি পর্যটকদের জন্য খাবার সরবরাহ করে প্রতিদিন ১ হাজার ইউয়ানের বেশি আয় করে।
২০২১ সালে লেং সুই উপজেলায় মোট ভ্রমণ করতে এসেছেন ৪ লাখের বেশি মানুষ। এবং বর্তমানে উপজেলাটি আন্তর্জাতিক স্বাস্থ্যকর পর্যটন ও রিসর্ট নির্মাণ এগিয়ে নিয়ে যাচ্ছে। স্কি ছাড়া এখানে গরম স্প্রিংসও রয়েছে। গ্রীষ্মকালে এখানে এসে গরম স্প্রিংয়ে তুষার উপভোগ করা যায়।
পর্যটন ছাড়া লেং সুই উপজেলায় পাহাড়ি শাকসবজি চাষ ও চীনা ভেষজ চাষেরও উন্নয়ন হচ্ছে। নানা পদ্ধতির মাধ্যমে স্থানীয়দের আয় বৃদ্ধি হচ্ছে। সি চু জেলা চীনে বৃহত্তম ছুন চাই নামে একটি সবজির উত্পাদন কেন্দ্র এবং এ সবজি শুধু পরিষ্কার পানি দিয়ে চাষ করা যায়। ছুন চাই সবজির দামও বেশি। প্রতি ৬৬৭ বর্গমিটার জমিতে চাষকৃত ছু চাই’র আয় ১০ হাজার ইউয়ান। আর ছুন চাই’র চাষও পর্যটন শিল্পের সঙ্গে সংযুক্ত হতে পারে। গ্রীষ্মকালে চুন চাই ক্ষেতে এসে মানুষরা ফলন করতে পারে এবং চুন চাই দিয়ে তৈরি স্বাস্থ্য পণ্য কিনতে পারে। আর ছু চাই ছাড়া এখানে চাষ হয় হুয়াং লিয়াং নামে একটি চীনা ভেষজ। প্রতিবছর তার উত্পাদন পরিমাণ ৬ কোটি ইউয়ানের বেশি। পাহাড়ি সবজিও স্থানীয় একটি শিল্প। পাহাড়ি অঞ্চলে ও সমতলের তুলনায় তার চাষ ও ফসলের সময়ে একমাসের পার্থক্য রয়েছে। তাই যখন সমতলে এক ধরনের সবজির ঋতু শেষ হয়, তখন লেং সুই উপজেলায় তার ফসল শুরু হয় না। তাই লেং সুই’র সবজি আরও উচ্চ দামে বিক্রি হতে পারে। একমাস দেরিতে বাজারে আসলে দাম ৩০-৪০ শতাংশ বেশি হয়। নানা শিল্পের মাধ্যমে স্থানীয়দের নিট বার্ষিক আয় ২০ হাজার ইউয়ানের বেশি এবং একটি পরিবারের বার্ষিক আয় ১ লাখ ইউয়ান ছাড়িয়েছে- তা স্বাভাবিক একটি ব্যাপার।
সূর্য বের হয়ে এসেছে, সবার মন ভাল হয়েছে। স্থানীয় এ লোকসংগীত সারা চীনে জনপ্রিয়। গানের কথা ঠিক স্থানীয়দের মনের ভাবের প্রতিফলন, সবাই এখন আনন্দিত ও স্বচ্ছল জীবনযাপন করছেন। মোট ৭৪ বর্গকিলোমিটারের এ পাহাড়ি উপজেলায় চলছে গ্রামীণ পুনরুদ্ধারের নতুন প্রক্রিয়া। (শিশির/এনাম)