তিব্বতের গাম্বা জেলা ভেড়া বিক্রি করে আয় বাড়িয়েছে
2022-06-08 17:31:46

জুন ৮: তিব্বতের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৭০০ মিটার। এখানকার গাম্বা জেলায় পানির গুণগত মান ভালো এবং মাটিও চমত্কার। প্রাকৃতিক পরিবেশের কারণে এখানে ভালো জাতের ভেড়া পাওয়া যায়। স্থানীয় সরকার এখানকার ‘ভেড়া-শিল্প’ উন্নয়নে কাজ করে যাচ্ছে।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছর গাম্বা জেলার পশুপালকরা  ৫৮ হাজার ভেড়া বিক্রি করেছে, যার মূল্য ৪.৯ কোটি ইউয়ানের বেশি। তাদের নিট মুনাফা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৭৬ হাজার ইউয়ান। এতে প্রতিটি পরিবারের আয় বেড়েছে ৪৯০০ ইউয়ান করে। (ইয়াং/আলিম/ছাই)