মহাবিশ্বের রহস্যের সন্ধানে আলি ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি
2022-06-08 17:30:31

জুন ৮: মাথার উপরে উজ্জ্বল তারার আকাশ মানুষের হৃদয়কে গভীরভাবে ধাক্কা দিয়ে আসছে অনাদিকাল থেকেই।

    আলির গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫০০ মিটার। এটি "বিশ্বের ছাদের ছাদ" হিসেবে পরিচিত। পাতলা ও পরিষ্কার বায়ু এবং অনন্য উচ্চতার জন্য এটি মহাকাশ পর্যবেক্ষণের জন্য একটি আদর্শ জায়গা।

     ন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরির আলি মানমন্দির উত্তর গোলার্ধের অন্যতম সেরা মহাকাশ পর্যবেক্ষণকেন্দ্রে পরিণত হয়েছে। (ইয়াং/আলিম/ছাই)