‘সরল বছর’
2022-06-08 11:05:14

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ভু সু’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ভু সু, ১৯৭৩ সালের ৮ নভেম্বর চীনের চিয়াং সু প্রদেশের নান চিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কণ্ঠশিল্পী, গীতিকার ও অভিনেতা।

 

১৯৯৬ সালে ভু সু আনুষ্ঠানিকভাবে সংগীত মহলে পা রাখেন। একই বছর তাঁর প্রথম গান ‘শীত্কালগামী ট্রেন’ বাজারে আসে। ১৯৯৯ সালে তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘আমি ২০০০ সালে যাবো’ প্রকাশিত হয়। তিনি এই অ্যালবাম নিয়ে সেই বছর শ্রেষ্ঠ নতুন কণ্ঠশিল্পীর পুরস্কার জয় করেন। ২০০২ সালে তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘তখন ফুল ফুটেছে’ মুক্তি পায়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ভু সু’র গান ‘colourful days’। গানের কথাগুলো এমন: কখনোই কল্পনা বন্ধ করি নি। কখনই অনুরাগ হারিয়ে যায় নি। এটাই হল আমার পথ। যেন বাতাসের মত, আমার পাশ থেকে চলে গেছে, যখন তুমি চলে যাও, আমি অনেক দূরে যেতে চাই। তোমার সঙ্গে এই সমৃদ্ধ পৃথিবী দেখবো। কখনই কল্পনা বন্ধ করি নি, কখনই অনুরাগ হারাই নি। এটাই হলো আমার পথ। এসব রঙিন দিনগুলো, এটাই হলো আমার পথ।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ভু সু’র গান ‘সরল বছর’। গানের কথায় বলা হয়, গল্প শুরুর আগে, সেই বসন্তগুলো, সূর্যের আলো গাছের পাতায়, বাতাসের মধ্যে ঝিকঝিক করে। রাস্তা শান্ত ও উষ্ণ। ঘড়ি ধীরে চলে। তখন আমি সরল বয়সে ছিলাম। ভালোবাসা কি আমি তা জানতাম না। তোমার গল্প আমাকে জানাও, হাসতে হাসতে অশ্রু চলে আসে।

আচ্ছা, এখন শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ভু সু’র গান ‘সে ঘুমিয়ে আছে’। গানের কথাগুলো এমন: এত শান্ত আমাদের রাত। তুমি আমার পাশে ঘুমিয়ে আছো। শিশুর মতো। আমি তোমার পাশে জেগে উঠতে চাই, তোমাকে জানাতে চাই, আমি তোমাকে কত ভালবাসি। প্রিয় মেয়ে, তুমি জেগে ওঠো। আমাকে দেখে প্রেমের কথা বলো।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ভু সু’র গান ‘সাধারণ পথ’। গানের কথায় বলা হয়, গল্পটা তুমি সত্যি শুনছো? আমি পাহাড় ও সমুদ্র পার করেছিলাম, আমি মানুষের ভিড় থেকে চলে এসেছিলাম। আমি যা অর্জন করতাম, মুহূর্তের মধ্যে ধোঁয়ায় চলে গেছে। এই পর্যন্ত আমি বুঝতে পেরেছি, সাধারণ জীবন হল একমাত্র উত্তর।

আচ্ছা, শুনুন  এই গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ভু সু’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)