মহামারীর মধ্যে চীনে বিশ্ববিদ্যালয় ভর্তি-পরীক্ষা
2022-06-08 17:27:34

জুন ৮: ৭ জুন, ২০২২ চীনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-পরীক্ষা শুরু হয়েছে। সারা চীনের ১ কোটি ২৯ লাখ ৩০ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষাকেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে মহামারী প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সামগ্রিক ব্যবস্থা।

বেইজিংয়ে এ বছর মোট ৫৪ হাজার নিবন্ধিত ভর্তি-পরীক্ষার্থী  রয়েছেন। সবাই যাতে "পরীক্ষা দিতে পারে", তা নিশ্চিত করার জন্য ৯৯টি নিয়মিত পরীক্ষাকেন্দ্রের পাশাপাশি, কিছু হোটেল ও স্কুলেও পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়। মহামারীর কারণে নিয়ন্ত্রিত এলাকার শিক্ষার্থীদের প্রতিজনকে একটি পরীক্ষাকক্ষে বসার ব্যবস্থা করা হয়।  (ইয়াং/আলিম/ছাই)