লুও তা ইয়ৌ
2022-06-08 12:02:14

লুও তা ইয়ৌ ১৯৫৪ সালের ২০ জুলাই চীনের তাইওয়ান প্রদেশের থাইপেই শহরে জন্মগ্রহণ করেন। মূল-ভূভাগের কুয়াং তোং প্রদেশের মেইচৌ শহরের মেইসিয়ান অঞ্চল তাঁর পূর্বপুরুষদের জন্মস্থান। তিনি তাইওয়ানের একজন গায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ  ও লেখক ।  

 

যখন তাঁর বয়স ৫ বছর, তখন তিনি পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। ১৯৭২ সালে তিনি ছাত্র সঙ্গীতদলে যোগ দিয়ে কীবোর্ড প্লেয়ার হন। ১৯৭৪ সালে তিনি তাঁর প্রথম ‘গান’ সৃষ্টি করেন। ১৯৭৬ সালে তিনি আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক সঙ্গীত সৃষ্টি শুরু করেন। ১৯৮১ সালে তিনি ‘শৈশব’ নামক গান সৃষ্টি করেন।

 

১৯৮২ সালে লুও তা ইয়ৌ তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামটি তখনকার জনপ্রিয় লোকসঙ্গীত স্টাইল ভেঙ্গে তাইওয়ানের পপসঙ্গীত নিয়ে অভূতপূর্ব অভিযোগ ও প্রতিফলিত চিন্তার বহিঃপ্রকাশ। তারপর তিনি ‘ভবিষ্যতের মাস্টার্স’ নামক অ্যালবাম প্রকাশ করার মাধ্যমে জাতি, তখনকার পরিস্থিতি, ঐতিহ্য ও সমাজের বিরুদ্ধে অভূতপূর্ব অভিযোগ করেন। অ্যালবামের শিরোনাম সংগীতটি খুব দীর্ঘ একটি গান। 

 

১৯৯০ সালে লুও তা ইয়ৌ ‘সঙ্গীত কারখানা’ স্থাপন করেন এবং পর পর ‘প্রাচ্যের মুক্তা’ এবং ‘পুরনো বন্ধু মনে হচ্ছে’-সহ বিভিন্ন গান প্রকাশ করেন। এছাড়া, তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেন। ‘প্রাচ্যের মুক্তা’ গানটিতে তিনি হংকংকে একটি জীবনের অস্থিরতার দ্বারা অভিজ্ঞ প্রেমিক হিসেবে তার কমনীয়তার প্রশংসা করার পাশাপাশি তার প্রতি অপরিবর্তিত প্রতিশ্রুতি দিয়েছেন। গানটির লিরিক্স গভীর মর্যাদাপূর্ণ। এতে হংকংয়ের প্রতি ভালোবাসা, বর্তমানের প্রতি অনুভূতির সঙ্গে দীর্ঘশ্বাস এবং ভবিষ্যতের প্রতি প্রত্যাশা......সবই আছে। গানটি খুবই সুন্দর। 

 

‘প্রেমের গান ১৯৮০’ লুও তা ইয়ৌ সৃষ্ট ও গাওয়া একটি গান। গানটি তাঁর ১৯৮২ সালের এপ্রিলে প্রকাশিত প্রথম অ্যালবামে অন্তর্ভুক্ত হয়। বলা যায়, গানটি লুও তা ইয়ৌ’র সবচেয়ে ভালো সিরিজ গান—‘প্রেম’ সিরিজের প্রথম গান। পাশাপাশি, এটি তাঁর প্রথম বিশুদ্ধ প্রেমের গান। গানটি তাঁর কোমল অনুভূতির পথ সৃষ্টি করে। আবার ‘প্রেমের গান ১৯৯০’ গানটি লুও তা ইয়ৌ’র সৃষ্ট ও গাওয়া। গানটি তাঁর ১৯৮৮ সালে প্রকাশিত অ্যালবাম ‘কমরেড প্রেমিকে’ অন্তর্ভুক্ত হয়। গানটি হংকংয়ের খুব বিখ্যাত চলচ্চিত্র ‘সব আহ-লং সম্পর্কে’র ম্যান্ডারিন ভাষার থিম সং। 

 

গত ৮০-এর দশকে সঙ্গীতের গডফাদার লুও তা ইয়ৌ পপসঙ্গীতের নতুন অধ্যায় শুরু করেন। ২০০৮ সালের ডিসেম্বরে প্রকাশিত ‘সময়ের গল্প’ গানটি ‘একশ’টি শুনতে হবে সর্বোত্কৃষ্ট পুরনো গানগুলির অন্যতম নির্বাচিত হয়। 

 

লুও তা ইয়ৌ’র আরেকটি গান দিয়ে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানটি শেষ করছি। গানের নাম ‘তোমার মুখ’। 

প্রেমা/এনাম