‘প্রাগ স্কোয়ার’
2022-06-07 11:03:08

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই ই লিনের সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

ছাই ই লিন, ১৯৮০ সালের ১৫ সেপ্টেম্বর চীনের তাইওয়ান প্রদেশের সিন পেই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন তাইওয়ানের সংগীত মহলের বিখ্যাত কণ্ঠশিল্পী, একই সঙ্গে তিনি একজন পোশাক-ডিজাইনারও বটে।

 

১৯৯৮ সালে ছাই ই লিন এমটিভি চ্যানেলের আয়োজিত নতুন কণ্ঠশিল্পীর প্রতিযোগিতায় অংশ নিয়ে চ্যাম্পিয়ন হন। ১৯৯৯ সালের জুলাই মাসে তাঁর প্রথম গান ‘এই বিশ্বের প্রতিবেশী হওয়া’ প্রকাশিত হয় এবং এর মাধ্যমে তাঁর সংগীতজীবন শুরু হয়।

 

প্রিয় বন্ধুরা, এখন শুনুন ছাই ই লিনের গান ‘প্রাগ স্কোয়ার’। গানের কথায় বলা হয়, পিয়ানো কি ঝিক ঝিক করে দেখায়। কে বাজাচ্ছে, একটি ভ্রাম্যমাণ দুঃখের গান। পাশে চুপ করে উপভোগ করছি; ভাবছি, তোমার রোম্যান্টিক আবেশ কত দিন থাকবে। আমি ‘প্রাগ স্কোয়ার’-এ দাঁড়িয়ে আছি, Trevi Fountain-এ একটি আশা মনে পোষণ করি।

আচ্ছা, শুনুন এই গান।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এখন শুনুন ছাই ই লিনের গান ‘love,love,love’। গানের কথায় বলা হয়, উত্তর নেই, উত্তর নেই, সত্য প্রেম কোথায়। আমার ভালোবাসা, আমার ভালোবাসা, সে কি আমার প্রিয়? কোনো উত্তর নেই। প্রত্যেক মেয়ে নিখুঁত প্রেমের আকাঙ্ক্ষা করে। আমি আমাদের হৃদস্পন্দন উপভোগ করতে পারি, আসলে তোমার মনের ইচ্ছা বুঝতে চাই।

আচ্ছা, শুনুন এই সুন্দর গান।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন ছাই ই লিনের গাওয়া ‘তোমাকে প্রেমের কথা বলি’। গানের কথাগুলো এমন: আমার পৃথিবী, এত আশ্চর্য হয়। ভাবছি, তা আশা থেকে পড়া স্বপ্ন। এই মুহূর্তে নিশ্চিত হয়েছি, হাতের উষ্ণতা তোমার মন থেকে পেয়েছি। এই মুহূর্তে আমি সাহসের সঙ্গে তোমাকে ভালোবাসা জানিয়েছি। অপরিচিত থেকে ভালোবেসেছি।

আচ্ছা, শুনুন এই সুন্দর প্রেমের গান।

 

প্রিয়  বন্ধুরা, এবারে শুনুন ছাই ই লিনের গান ‘আমি জানি তোমার দুঃখ লাগছে’। গানের কথায় বলা হয়, আমি জানি তোমার খারাপ লাগছে, একজনকে ভালোবাসতে সুযোগ লাগে। কেন নিজেকে এই প্রেমে ফেলো। একজনকে ভালোবাসতে এত বেশি দিতে হয় না। আমি জানি তোমার খারাপ লাগছে, সরল হৃদয়ের বিনিময়ে হয়তো কোনো কিছুই পাওয়া যায় না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী ছাই ই লিনের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)