তিব্বতের শানান: একটি বালুকাময় স্থানে গাছের ছায়া সৃষ্টির স্বপ্ন বাস্তবায়িত
2022-06-06 17:48:37

জুন ৬: ব্রহ্মপুত্র নদী তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের শানান শহরের মধ্য দিয়ে প্রবাহিত। নদীর তীরে অনেক গাছপালা। মালভূমি উপত্যকায় বিক্ষিপ্ত গাছপালাসহ সবুজ চারিদিকে ছড়িয়ে পড়েছে। বিয়ান জিউ, ৬৩ বছর বয়সী তিব্বতী, ঝানাং জেলায় থাকেন। তিনি নদীর ধারে বনাঞ্চলে হাঁটেন। তার শৈশবের স্বপ্ন বাস্তব হয়েছে।

   "অতীতে, নদীর ধারে একটি গাছও ছিল না।" বিয়ান জিউ বলেন, সেই সময়ে শীত ও বসন্তে নদী খালি ছিল এবং প্রায়ই বালুঝড় বয়ে যেত। ভালো ফসল সবসময় বালির মধ্যে চাপা পড়ে বা প্রবল বাতাসে উড়ে যেতো।

গত ৪০ বছরে, শানানে ৪.৫ কোটিরও বেশি গাছ রোপণ করা হয়েছে। আলপাইন ও শুষ্ক অঞ্চলে বনায়ন ও মরুকরণ নিয়ন্ত্রণে অনেক কাজ হয়েছে। ১৬০ কিলোমিটার দৈর্ঘ্য এবং গড় প্রস্থ ১.৮ কিলোমিটারের এক জোড়া "সবুজ দৈত্য" পূর্ব দিকে ঘুরতে থাকা ইয়াজিয়াং নদীকে অনুসরণ করেছে। (ইয়াং/আলিম/ছাই)