তিব্বতের কামদো: লবণক্ষেত্রে নতুন প্রাণশক্তি
2022-06-04 18:49:12

জুন ৪: জিয়াদা গ্রামটি তিব্বতের মাংকাং জেলার লানছাং নদীর তীরে অবস্থিত। গ্রামে তিন সহস্রাধিক প্রাচীন লবণক্ষেত্র রয়েছে। লবণক্ষেত্রগুলো লানছাং নদীর দুই পাশের পাহাড়ের নিচে কাঠের স্তম্ভ দিয়ে নির্মিত।

     স্থানীয় গ্রামবাসীরা এখনও হাত দিয়ে লবণ শুকানোর প্রাচীন পদ্ধতি ধরে রেখেছেন। তারা লানছাং নদীর তীরে অবস্থিত লবণের কূপ এবং লবণের পুকুর থেকে লবণপানি নিয়ে লবণের ক্ষেতে ঢেলে দেন। পরে রোদে শুকানোর পর তা থেকে লবণের স্ফটিক পাওয়া যায়। লবণ তৈরী করার এই প্রাচীন পদ্ধতি জিয়াদ গ্রামে ১৩০০ বছরেরও বেশি সময় ধরে অনুশীলন করা হচ্ছে।

     স্থানীয় সরকার পর্যটন শিল্পের বিকাশের জন্য সহস্রাব্দ-পুরনো লবণক্ষেত্রের ওপর নির্ভর করে। আজকাল এখানে পর্যটকদের সংখ্যা অনেক বেড়েছে।

 (ইয়াং/আলিম/ছাই)