জুন ৪: গ্রীষ্মের শুরুতে ঘাস বেড়ে ওঠে এবং ইয়ালং জমিতে "মৌমাছি" উড়ে যায়, যা একটি প্রাণবন্ত দৃশ্য। ২০২১ সাল থেকে তিব্বতের শানান শহরে মৌমাছি প্রজনন প্রকল্প চালু হয়। এর মাধ্যমে ৭টি জেলার প্রায় ১০০০টি পরিবার উপকৃত হয়েছে। ইয়াজিয়াং নদীর দু’তীরে পরিশ্রমী ছোট মৌমাছি গ্রামীণ পুনরুজ্জীবনে রাখছে ভূমিকা।
"ফুল ও মধু তাড়া করার" ঐতিহ্যবাহী মৌমাছি পালন পদ্ধতি থেকে ভিন্ন শানানের মৌমাছি প্রজনন শিল্প। এখানে বিশেষজ্ঞরা মৌমাছির প্রজনন ও রোগ নিয়ন্ত্রণ করেন। অন্যদিকে গ্রামবাসীরা শুধুমাত্র দৈনন্দিন যত্ন নেন এবং বাড়িতে মৌমাছি চাষে অংশগ্রহণ করেন।
শানান শহরের ৭টি জেলায় ২১০০টি মৌমাছির বক্স ব্যবহার করা হয়। প্রতি মৌমাছির বক্সে গড়ে ৩০ হাজার মৌমাছি। গ্রামবাসীরা শুধুমাত্র জুন থেকে আগস্ট পর্যন্ত প্রতিদিন এসব বক্সের যত্ন নেয় এবং ১০ হাজার থেকে ২০ হাজার ইউয়ান আয় করে।
গ্রামবাসীদের সমৃদ্ধির পাশাপাশি মৌমাছি পালন পরিবেশ রক্ষায়ও ভূমিকা রাখে। (ইয়াং/আলিম/ছাই)