‘এক অঞ্চল, এক পথ’ পরিকল্পনার বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার অর্থনৈতিক করিডরের প্রস্তাব উত্থাপনের মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতা আরো গভীর হয়ে উঠেছে। এ সুযোগে দু’দেশের মধ্যে অনেক অবকাঠামো প্রকল্প হয়েছে বা চলমান আছে। এ ক্ষেত্রে ক্রস-কালচারের দিক থেকে দু’দেশের মধ্যে বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করার গবেষণাও চলছে। জনাব খাইরুল ইসলাম এর অংশ। গত মে মাসে তিনি শানতুং বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স অব ইঞ্জিনিয়ারিং ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করেন। তিনি তার মাস্টার্স চলাকালীন চীন-বাংলাদেশ কন্সট্রাকশন প্রজেক্টগুলোর ক্রস কালচারাল ম্যানেজমেন্ট নিয়ে কাজ করেছেন। এ ছাড়াও তিনি বাংলাদেশ চায়না ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
চলুন, তাহলে কথা বলি তাঁর সঙ্গে। (স্বর্ণা/আলিম/ছাই)