একটি নদী ও একটি হ্রদের টেকসই উন্নয়ন
2022-06-03 10:35:15

শিলা বৃষ্টির পর চীনের হু নান প্রদেশের ইয়ুন ইয়াং শহরের ছেং লিং হাইড্রোলজিক্যাল স্টেশন থেকে ইয়াং চি নদীর দিকে তাকালে দেখা যায় সুন্দর অসীম নদীর বয়ে চলা এবং নদীর দুতীরের বিস্তৃত সুবজ ঘাস। সেখানে আরো রয়েছে অনেক গাছপালা, যা দিন দিন আরো মজবুত হচ্ছে।

 

ইয়াং চি নদীর জলসেচ কমিটির কর্মকর্তা ছেন চিয়ান সিয়াং  এ দৃশ্য দেখে বলেন, ‘এখানকার পানির অবস্থা অধিক থেকে অধিকতর ভালো হয়ে যাচ্ছে। চীনের বিখ্যাত লেখক ফান ছোং ইয়ানের প্রবন্ধ ‘ইয়ু ইয়াং ভবনে’ যে বিশাল ও অসীম জলের তরঙ্গের দৃশ্য আবার দেখা গেলো’।

 

  ছেং লিং চি হাইড্রোলজিক্যাল স্টেশন হু নান প্রদেশের ইয়ু ইয়াং শহরের ছি লি পাহাড়ে অবস্থিত। থোং থিং হ্রদ ও ইয়াং চি নদীর মোহনায় স্থাপিত এ স্টেশন। স্টেশনটি ১৯০৪ সালে প্রতিষ্ঠিত হয়। ইয়াং চি নদীর বন্যা প্রতিরোধের পাশাপাশি থোং থিং হ্রদ থেকে বেরিয়ে যাওয়া পানি, বালি এবং হ্রদের জলের অবস্থা পর্যবেক্ষণ করা হয় এ স্টেশন থেকে।

 ২০১৮ সালের ২৫ এপ্রিল বিকেলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এলাকাটি পরিদর্শন করেন। ছেং লিং চি জলসেচ স্টেশনে ছেন চিয়ান সিয়াং প্রেসিডেন্ট সি চিন পিংকে ইয়াং চি নদীর দক্ষিণাংশ এবং থোং থিং হ্রদের জল সম্পদ সম্পর্কে অবহিত করেন। 

 

 ছেং চিয়ান সিয়াং স্পষ্ট স্মরণ করে বলেন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তার কার্যবিবরণী ভালোভাবে শুনেছেন। তিনি এ জলসেচ স্টেশন প্রতিষ্ঠা সম্পর্কে খোঁজখবর নেন। তিনি জিজ্ঞাসা করেন, এ স্টেশনে কোন সালে পানি চূড়ায় পৌঁছেছিল? এবং ১৯৯৮ সালে প্রবল বন্যার সময় এর অবস্থা কেমন ছিল?

 

 

ছেন চিয়ান সিয়াং বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং  জনগণের স্বার্থে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। তিনি তাঁর সঙ্গীদের কাছ থেকে জানতে চান, থোং থিং হু প্রকল্পের অর্থ ঠিকমতো দেয়া হয়েছে কি-না? জনগণ এ থেকে লাভবান হয়েছে কি-না? তাঁর প্রশ্নগুলোতে থোং থিং হু ও ইয়াং ছি নদীর পরিবেশের ওপর গুরুত্বারোপ ও যত্ন দেখা গেছে।

এরপর সি চিন পিং ছেং লিং চি জলসেচ স্টেশনের করিডোরে দাঁড়িয়ে  থোং থিং হু হ্রদ এবং ইয়াং চি নদীর দিকে তাকিয়ে জলসেচ ও নদীর চলাচল সম্পর্কে খোঁজখবর নেন।

 ছেং লিং চি জলসেচ স্টেশন ত্যাগ করার আগে হাই এক্সপ্রেসের যাওয়ার সিড়িতে বিস্তৃত জল পৃষ্ঠ দেখে সি চিন পিং অনেক ক্ষণ ধরে চিন্তা করেছেন।

পরিদর্শনের দ্বিতীয় দিনে তিনি উ হান শহরে দ্বিতীয় ইয়াং চি নদীর অর্থনৈতিক জোন উন্নয়ন সম্পর্কিত আলোচনাসভার আয়োজন করেছেন।

আলোচনাসভায় তিনি বলেন, আমি বলেছিলাম, ইয়াং ছি নদী রোগে আক্রান্ত হয়েছে। এবং অবস্থা আশঙ্কাজনক।  ইয়াং চি নদীর রোগ থেকে সেরে যাওয়ার জন্য চীনা মেডিক্যাল পদ্ধতি ব্যবহার করতে হবে: রোগে আক্রান্ত হওয়ার উত্স বের করা এবং সামগ্রিক চিকিত্সা দেওয়া প্রয়োজন।



 অতীত থেকে সভ্যতার জন্ম হয় জল থেকে। ইয়াং চি ও হলুদ নদী থেকে জন্ম হয় চীনা জাতি এবং চীনা সভ্যতা। বহু বছর ধরে এ দুটি নদীর উন্নয়নে সি চিন পিং মনোযোগ দিয়ে আসছেন।

ছেং লি চি জলসেচে ৩০ বছর ধরে কাজ করেছেন ছেন চিয়ান সিয়াং। তিনি এখানকার পরিবর্তন প্রত্যক্ষ করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, অতীতকালে ছেং লি চি’র পার্শ্ববর্তী জলসীমায় বালি সংগ্রহের জাহাজ বিশৃঙ্খলভাবে পার্কিং করে রাখা হতো। বালি সংগ্রহের কারণে পানি ক্ষতিগ্রস্ত হয় এবং বালির ক্ষেত ও বন্দর নির্মিত হয়েছে বলে জলভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাতে পরিবেশও খারাপ করে দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইয়াং চি নদীর দক্ষিণ প্রবাহে দূষণমুক্ত ব্যবস্থা গ্রহণ, বালি সংগ্রহের জাহাজের সুশৃঙ্খল পার্কিং এবং বিপদজনক রাসায়নিক পণ্য বন্দর ও অবৈধ বন্দর বন্ধ করাসহ নানা ব্যবস্থার ফলে এখানকার পরিবেশ অনেক উন্নত হয়েছে।

 ছেন চিয়ান সিয়াং বলেন, ‘প্রেসিডেন্ট সি চিন পিং’র এ নদীর পরিষ্কার  পানি রক্ষার নির্দেশনা অনুসরণ করলে ইয়াং ছি নদী ও থোং থিং হু হ্রদের পরিবেশ অধিক থেকে অধিকতর ভালো হয়ে যাবে এবং মানুষের জীবন আরও সুন্দর হবে।


সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আজকের অনুষ্ঠান কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে, এবং আপনার কোনো মতামত থাকে, তাহলে আমাদের চিঠি বা ইমেইল লিখতে ভুলবেন না। আমাদের ইমেইল ঠিকানা ben@cri.com.cn এবং wangdanhong@cri.com.cn। আপনারা আমাদের ফেসবুকেও কমেন্ট করতে পারেন। আপনাদের মতামত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকুন এবং সুন্দর থাকুন। আগামী সপ্তাহে আবারও কথা হবে।