শিশুরা সবসময় কিউট ও নিরীহ, আর শৈশব চিন্তামুক্ত ও আনন্দদায়ক। বড় হলেও ছোটবেলার কথা মাঝে মাঝে আমাদের মনে পড়বে, আমরাও ছোটবেলার বন্ধু ও নানা জিনিস অনেক মিস করি। অনেক মানুষ শৈশবের জীবনের সবচেয়ে সুন্দর সময় নিয়ে অনেক কবিতা লিখেছে বা গান রচনা করেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা একসঙ্গে শৈশব সম্পর্কিত কিছু সুন্দর চীনা গান শুনবো, দেখুন গানগুলো শুনে ছোটবেলার স্মৃতি কি আপনার মনে ভেসে ওঠে।গান ১
যখন স্কুলে পড়াশোনা করতেন, তখন ডেস্কমেট ছিল আপনার প্রিয় বন্ধু। তার সঙ্গে নিশ্চয় অনেক ব্যথা হতো, খেলাধুলা হতো, ঝগড়াও হতো। বিশ্বাস করি, প্রত্যেক মানুষের স্মৃতিতে একজন অবিস্মরণীয় ডেস্কমেট ছিল, তাই না? বন্ধুরা, এবার আমরা একটি বেশ জনপ্রিয় গান ‘ডেস্কমেট’ শুনবো, গেয়েছেন চীনের জনপ্রিয় গায়ক লাও লাং। গানের গায়ক তার ডেস্কমেটের কথা স্মরণ করেছেন। কোমল সুর, সহজ কথা ও আন্তরিক আবেগ অনেকের মনে একই অনুভূতি সৃষ্টি করেছে। বন্ধুরা, এখন লাও লাং’র গান ‘ডেস্কমেট’ শুনুন।গান ২
বন্ধুরা, পরের গানের নাম ‘শৈশব’। গানের নামের মত এই গানে সাধারণ মানুষের শৈশবের কিছু অভিন্ন দৃশ্য লেখা হয়েছে। গানের কথা অনেকটা এমন: পুকুর তীরের বটগাছে cicada ডাকছে। খোলা মাঠের দোলনায় একটি প্রজাপতি বসেছে। আমরা ক্লাস শেষের অপেক্ষায় আছি, স্কুল শেষ হবার অপেক্ষা করছি, খেলাধুলার শৈশবের জন্য অপেক্ষা করছি। সবসময় ঘুমানোর আগে ভাবতাম হোমওয়ার্ক হয়নি, সবসময় পরীক্ষার আগে বুঝতে পারি ভালোভাবে পড়াশোনা করতে হয়। ক্লাসে শিক্ষক বলেন সময় স্বর্ণের মতো মূল্যবান। দিনের পর দিন বছরের পর বছর আমার শৈশব কাটিয়েছি। বন্ধুরা, এখন গান ‘শৈশব’ শুনুন।গান ৩
পরের গানের নাম ‘নিং সিয়া’ বা ‘শান্ত গ্রীষ্মকাল’, গেয়েছে গায়িকা লিয়াং চিং রু। গানটি চীনের নিংসিয়ার একটি স্কুলের ছাত্রছাত্রীর বাস্তব গল্প অনুসারে রচিত হয়েছে। গানে সেখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য ও শিশুদের সহজ আনন্দময় জীবন ফুটে উঠেছে। গায়িকার কোমল কণ্ঠে গানটি যেন একটি সুন্দর রূপকথার মতো মনে হয়। বন্ধুরা, এখন এই সুন্দর গান ‘নিং সিয়া’ শুনুন।গান ৪
প্রত্যেক মানুষের শৈশবের স্মৃতিতে নিশ্চয় কিছু গায়কের গান রয়েছে তাই না? চীনাদের জন্য সেই গায়ক হল চৌ চিয়ে লুন। তার গানগুলোর সংসর্গে অনেক মানুষ বড় হয়েছে, আমিও তাদের একজন। স্কুলজীবনে প্রায় সবাই তার গান গাইতে পারতো। তিনি চীনা পপ সংগীতের নতুন প্রবণতা সৃষ্টি করেছেন। বন্ধুরা, এখন আমরা শুনবো চৌ চিয়ে লুনের খুব জনপ্রিয় একটি গান ‘ছি লি সিয়াং’ বা ‘daphne odera’।গান ৫
চৌ চিয়ে লুন ছাড়া আরেকজন গায়িকার গান অনেক চীনা মানুষের শৈশবের স্মৃতি, তার নাম ওয়াং সিন লিং। তার মিষ্টি কণ্ঠ ও চেহারা তখনকার শিশুদের মধ্যে বেশ জনপ্রিয়। ১০ বছর পর তিনি আবার গান গেয়েছেন, তখন অনেকের শৈশবের স্মৃতি জেগে উঠেছে। এটাই তার গানের আকর্ষণীয় দিক। বন্ধুরা, এখন আমরা চীনা গায়িকা ওয়াং সিন লিংয়ের খুব জনপ্রিয় একটি গান ‘যখন তুমি’ শুনবো।গান ৬
ছোটবেলা সুন্দর হলেও সবাই বড় হবে, ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। ভালোভাবে বর্তমানের জীবন কাটানো গুরুত্বপূর্ণ বিষয়। বন্ধুরা, অনুষ্ঠানের শেষ পর্যায় আমরা একসঙ্গে নিউনাই খাফেইয়ের একটি সুন্দর গান ‘হ্যালো আগামীকাল’ শুনবো, আশা করি ছোটবেলার সুন্দর স্মৃতি আপনার মনে চিরদিনের মত থাকার পাশাপাশি সুন্দর ভবিষ্যত তৈরি করবে।গান ৭
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।