হেইলংচিয়াং প্রদেশের পুনরুদ্ধারের গল্প
2022-06-02 10:56:14

 

 

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) অষ্টাদশ কংগ্রেসের পর সাধারণ সম্পাদক সি চিন পিং দু বারের মতো হেইলংচিয়াং প্রদেশ পরিদর্শন করেছেন। তখন তিনি কঠোর পরিশ্রম করে অগ্রগামী হওয়ার এবং উদ্ভাবন করার নির্দেশনা দিয়েছেন। ফলে চীনের পুরাতন শিল্প কেন্দ্র হিসেবে হেইলংচিয়াং পুনরুদ্ধারে নতুন সফলতা অর্জন করে।

 

চীনের উত্তর-পূর্ব অঞ্চলে অবস্থিত হেইলংচিয়াং। চীনের সর্বোচ্চ অক্ষাংশের প্রদেশ এটি। খনি, বন, ভূমি ও জলাভূমিতে ভরপুর এ প্রদেশ প্রেসিডেন্ট সি দুবারের হেইলংচিয়াং সফরে যথাক্রমে গ্রাম,কারখানা,বন খামার ও গবেষণালয় পরিদর্শন করেছেন এবং হেইলংচিয়াংয়ের সার্বিক পুনরুদ্ধারে দিকনির্দেশনা দিয়েছেন।

 

সেখানকার শানচিয়াং সমতল চীনের গুরুত্বপূর্ণ খাদ্যশস্য উত্পাদন কেন্দ্র। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট সি ছিসিং খামারে এসে ধানের ফলন সম্পর্কে খুঁজখবর নেন। প্রেসিডেন্ট সির নির্দেশনা অনুযায়ী, হেইলংচিয়াং বীজ শিল্পের পুনরুদ্ধার, কালো মাটির সংরক্ষণ জোরদার করে। বর্তমানে প্রদেশটিতে প্রস্তুত হয়েছে উচ্চ মানের ৬১ লাখ হেক্টর  কৃষি জমি। আর টানা ১২ বছর ধরে হেইলংচিয়াংয়ের খাদ্য উত্পাদন পরিমাণ চীনে সবচেয়ে বেশি। চলতি বছর হেইলংচিয়াং প্রদেশে খাদ্য চাষের জমির আয়তন হলো ১.৪৬ কোটি হেক্টর এবং খাদ্যের উত্পাদন পরিমাণ হবে ৭৫ কোটি টনের বেশি।

 

হেইলংচিয়াং-এর কৃষি ও গ্রাম বিভাগের উপপ্রধান ভাং হাই থাও বলেছেন, চলতি বছর প্রদেশের ৫৭টি জেলায় চালু হয়েছে গ্রীন, উচ্চ মান ও কার্যকর দৃষ্টান্তমূলক জেলা প্রতিষ্ঠার প্রকল্প, যা প্রযুক্তির মাধ্যমে  উত্পাদনের ক্ষমতা ও গুণগতমান জোদার করবে।

 

হেইলংচিয়াং চীনের গুরুত্বপূর্ণ বন এলাকা।২০১৬ সালের মে মাসে প্রেসিডেন্ট সি ইছুনে এসেছেন। তিনি বলেছেন, আগে বন খামার দেশের নির্মাণে কাঠ সরবরাহ করত এবং এখন বনাঞ্চলে বন উজাড় বন্ধ হওয়ায় তা দেশের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে অবদান রাখে। গেল ৬ বছরে, ইছুনে মোট ৩,৩৪০ হাজার হেক্টর বন সম্পদ সংরক্ষিত হয় এবং বনাঞ্চলের আয়তন বার্ষিক ১ কোটি ঘন মিটার বৃদ্ধি পায়। অঞ্চলের মোট আয়তনের শতকরা ৮৩.৮ ভাগই বনাঞ্চল। স্থানীয় প্রাকৃতিক পরিবেশের ভিত্তিতে উন্নত হচ্ছে গ্রামীণ পর্যটন এবং বনাঞ্চলে শুরু হয়েছে নতুন জীবনযাপন। ইছুনের একজন বনের অগ্নি পর্যবেক্ষক তাং সিয়াং মিন বলেন, প্রেসিডেন্ট সি বলেছেন, পরিষ্কার পানি ও গ্রীন পাহাড় হল স্বর্ণ ও রূপা।  আমরা সব বনকর্মীরাও কাজ পরিবর্তন করেছি। এখন আমরা বনের সংরক্ষণ কাজ করি এবং ভবিষ্যত প্রজন্মের জন্য এ বনকে রক্ষা করছি।

 

বন খামারের বাসিন্দা ইয়াং ছিউ এ্য জানিয়েছেন, তার খামারে ৩০টি পরিবারিক হোটেল আছে। পর্যটকরা এখানে এসে খেতে পারে, বাস করতে পারে এবং ভ্রমণ করতে পারে। আমাদের জীবনযাপন অনেক পরিবর্তন হয়েছে। আশা করি, প্রেসিডেন্ট সি আবার আমাদের দেখতে  আসতে পারবেন।

 

হেইলংচিয়াং চীনের পুরাতন শিল্প কেন্দ্র।প্রেসিডন্ট সির দুবারের সফরেই  তিনি শিল্প কেন্দ্রের পুনরুদ্ধার ও উন্নয়নের উপর বেশ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন, নির্মাণ শিল্প বিশেষ করে সরঞ্জাম নির্মাণ শিল্পের উচ্চ মানের উন্নয়ন হল চীনের অর্থনীতির উচ্চ মানের উন্নয়নের গুরুত্বপূর্ণ একটি অংশ এবং আধুনিক একটি বড় দেশের জন্য প্রয়োজনীয়। গেল কয়েক বছরে, হেইলংচিয়াং প্রদেশ নবায়নের ভিত্তিতে শিল্পের কাঠামো সমন্বয় ও সরবরাহের কাঠামোগত সংস্কার এগিয়ে নিয়ে যায়। ফলে শিল্প কাঠামো ক্রমাগত সুবিন্যস্ত হয় এবং উচ্চ মানের উন্নয়ন দ্রুত চলছে।

 

এখন হেইলংচিয়াং প্রদেশে পাশাপাশি চলছে ডিজিটাল অর্থনীতি, জৈব অর্থনীতি, বরফ ও তুষার অর্থনীতি ও সৃজনশীল নকশা শিল্প  ইত্যাদির উন্নয়ন।উচ্চ প্রযুক্তি কোম্পানির সংখ্যা ২০১৬ সালের ৭৬৮টি থেকে বেড়ে ২৭৩৮টিতে ঠেকেছে। মনুষ্যবাহী মহাকাশযান, চন্দ্র ও মঙ্গল অনুসন্ধান, গভীর ডাইভিংসহ চীনের গুরুত্বপূর্ণ প্রকল্পে প্রযুক্তিগত সমর্থন দেয় হেইলংচিয়াং।(শিশির/এনাম/রুবি)