চীনের ঐতিহ্যবাহী ক্যান্টোনিজ অপেরায় মঞ্চ মাতাচ্ছে শিশুরা
2022-06-02 18:16:23

চীনের সংস্কৃতি, চীনের ঐতিহ্য

চীনের ঐতিহ্যবাহী ক্যান্টোনিজ অপেরায় মঞ্চ মাতাচ্ছে শিশুরা

রঙিন পোশাকে মঞ্চ মাতাচ্ছে ছোট ছোট শিশুরা ।মুগ্ধ বিস্ময়ে দেখছেন দর্শকরা। এমন দৃশ্য চোখে পড়েছে চীনের কুয়াংতুং প্রদেশের কুয়াংচৌ শহরের অপেরা মঞ্চে।

ছবি: ক্যান্টোনিজ অপেরায় অংশ নিয়েছেন এক শিশু

কুয়াংচৌ শহরের পুরনো নাম ক্যান্টন। এই শহরের বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্য হলো ক্যান্টোনিজ অপেরা যা সারা চীনে বিখ্যাত। এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে ২০১৭ সালে গুয়াংচৌর ক্যান্টোনিজ আর্ট অপেরা মিউজিয়াম এক বিশেষ প্রোগ্রাম শুরু করে। এরই অংশ হিসেবে ছোট ছোট শিশুদের তারা ক্যান্টোনিজ অপেরা শিল্পে প্রশিক্ষণ দিয়ে থাকে।

ক্যান্টোনিজ অপেরার তারকা শিল্পী চাং লিসিং বলেন, ‘আমি তিন বছর বয়স থেকে জেট লি এবং ব্রুস লির মুভি দেখি। আমি তাদের মতো কুংফু মাস্টার হতে চেয়েছি। তাই আমার মা আমাকে ভিন্ন শরীরচর্চা করতে বলেন, যা পরবর্তীতে আমাকে খুব ফ্লেক্সিবল করেছে। আমি ক্যান্টোনিজ অপেরা পছন্দ করি কারণ এটি মার্শাল আর্টের মতোই। আমি এটা ধরে রাখতে চাই।’

চাং লিসিং দশ বছর বয়সেই চীনা থিয়েটারের প্লাম ব্লজোম অ্যাওয়ার্ড দুবার জয় করেছে যা ক্যান্টোনিজ অপেরায় সর্বোচ্চ জাতীয় পুরস্কার। এই প্রোগ্রামে অংশ নেয়া শিশুরা ক্যান্টোনিজ অপেরার প্রতি খুব আগ্রহী এবং ঐতিহ্যবাহী শিল্পটি শিখতে তারা কঠোর পরিশ্রম করে।

ছবি: ক্যান্টোনিজ অপেরায় অংশ নিয়েছেন এক শিশু

ক্যান্টোনিজ অপেরা শিখছে এমন এক প্রশিক্ষণার্থী শিশুর মা হুয়াং ইয়ুসিয়ান বলেন, ‘ আমাদের দিনে তিনঘন্টা পথ পাড়ি দিয়ে এখানে ক্লাস নিতে আসতে হয়। ক্লাসের পর বাড়ি ফিরেও প্রতিদিন আরও এক ঘন্টা বেশি প্র্যাকটিস করতে হয়।  মিউজিয়ামের পরিচিতিও বেড়েছে এই কর্মশালার ফলে। দর্শকরা উৎসাহ নিয়ে মঞ্চে শিশুশিল্পীদের চোখ ধাঁধাঁনো পরিবেশনা দেখছেন।

বিংশ শতাব্দির প্রথমদিকে কুয়াংচৌ এবং এর আশপাশে বেশিরভাগ ক্যান্টোনিজ অপেরা দলের প্রতিষ্ঠান গড়ে ওঠে।  এই অপেরার স্বর্ণযুগের পরিবেশনার অনেক দুর্লভ ভিনাইল রেকর্ড এবং অপেরার পোশাকের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে এখানে।

ক্যান্টোনিজ অপেরা আর্ট মিউজিয়ামের কর্মী থাং ফাইওয়েন বলেন, ‘আশা করি আমাদের কর্মশালার কারণে শিশু ও অভিভাবকদের মধ্যে ক্যান্টোনিজ অপেরার প্রতি উৎসাহ সৃষ্টি হবে। সাধারণ একটি মুভমেন্টের জন্যও প্রয়োজন হয় শত শত বছরের প্রাচীন কলাকৌশলের। প্রতিটি মুদ্রার জন্য অনেক দক্ষতার দরকার। এটা শেখার মূল্য আছে।’

ঐতিহ্যবাহী এই শিল্পকে জনগণের মধ্যে আবার জনপ্রিয় করতে এবং নতুন প্রজন্মের কাছে পৌছে দিতে প্রতি সপ্তাহে সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করছে ক্যান্টোনিজ অপেরা আর্ট মিউজিয়াম। ক্যান্টোনিজ অপেরা আর্ট মিউজিয়াম এখন পর্যন্ত তিনটি স্থানীয় স্কুলের প্রায় ৬০০ শিশুকে এই ঐতিহ্যবাহী শিল্পে প্রশিক্ষণ দিয়েছে।

প্রতিবেদন: শান্তা মারিয়া