‘কালো স্বপ্ন’
2022-06-01 18:03:18

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা কেমন আছেন? বেইজিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘সুরের ধারায়’ আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি শুয়েই ফেইফেই।

 

প্রতি সপ্তাহের এ সময়টা আমার কাছে খুব আনন্দের ও সৌভাগ্যের। কারণ, এ সময় আপনাদের সঙ্গে সংগীতের মাধ্যমে মনের কিছু কথা বলতে পারি। বেইজিং ও বাংলাদেশের মধ্যে ভৌগোলিক দূরত্ব অনেক বেশি হলেও সংগীতের কোনো সীমানা নেই। আপনাদের সঙ্গে সুন্দর গান শুনতে শুনতে মনে হয়, আমি যেন আপনাদের সঙ্গেই আছি; এটি আমার জন্য খুব সুন্দর মুহূর্ত! আচ্ছা, আপনারা কি প্রস্তুত? চলুন তাহলে, আমার সঙ্গে প্রবেশ করুন সংগীতের জগতে। 

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী তৌ ওয়েই-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

তৌ ওয়েই, ১৯৬৯ সালের ১৪ অক্টোবর চীনের বেইজিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের রক সংগীত মহলের একজন বিখ্যাত পুরুষ কণ্ঠশিল্পী। ১৯৮৮ সালে তৌ ওয়েই Black Panther সংগীত ব্যান্ডে যোগ দেন এবং প্রধান কণ্ঠশিল্পী হিসেবে দায়িত্ব পালন করেন।

 

১৯৯১ সালে তৌ ওয়েই Black Panther সংগীত ব্যান্ড থেকে সরে যান। ১৯৯৪ সালের মে মাসে তৌ ওয়েই-এর প্রথম ব্যক্তিগত অ্যালবাম ‘কালো স্বপ্ন’ বাজারে আসে। ১৯৯৫ সালের অক্টোবর মাসে তৌ ওয়েই-এর অ্যালবাম ‘সূর্যের দিন’ প্রকাশিত হয়।

 

বন্ধুরা, এবার শুনুন তৌ ওয়েই-এর গান ‘আগামীকাল আরো লম্বা’। গানের কথায় বলা হয়: স্বপ্নের দিকে দৌড়াই, গর্বের জন্য খুঁজছি। গতকালকে বিদায় দিয়ে স্বপ্নকে আলিঙ্গন করি। রাত বিদায় দিয়ে দিনের অপেক্ষা করি। গতকালের সাফল্য গুরুত্বপূর্ণ নয়, আগামীকাল আরো লম্বা।

আচ্ছা বন্ধুরা, এখন শুনুন এই গান।

 

বন্ধুরা এখন শুনুন তৌ ওয়েই-এর গান ‘দুঃখের স্বপ্ন’। গানের কথাগুলো এমন, ভালো মানে কি, আর আমি কীভাবে এই যুগের সঙ্গে খাপ খাওয়াতে পারি। আমি বুঝতে পারি না, এত বেশি প্রশ্ন, এত বেশি দ্বিধা। প্রকৃতি কি সত্যি আছে? প্রকৃতির জীবন কি সুন্দর হতে পারে? এত প্রশ্ন, এত ভুল, ভালোবাসার শুভেচ্ছা পেতে চাই। কেউ আমাকে উদ্ধারের জন্য অপেক্ষা করছে। দ্রুত আসো, আমি অপেক্ষা করছি। আমাকে নিরাপদ স্থানে নিয়ে যাও।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় বন্ধুরা, এবারে শুনুন তৌ ওয়েই-এর গান ‘রওনা’। গানের কথাগুলো এমন: বড় পথে আমি এগিয়ে যাচ্ছি। এই বিশ্ব এত বড়। আমার আশা আছে। দূরের সবুজ পাহাড় দেখতে পারি। আমার স্বপ্ন আছে। অসীম আকাশ পাখির মঞ্চ। তুমি চলে যেও নি। দুঃখ চাই না। অনুতপ্ত হবে না। প্রচুর বাতাসে আমি থেমে যাবো না।

আচ্ছা, শুনুন গানটি।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, এবারে শুনুন তৌ ওয়েই-এর গান ‘কালো স্বপ্ন’। গানের কথায় বলা হয়: আমার দুঃখ, আমার অশ্রু, আমার সব কিছুই তুমি গুরুত্ব দিও না। যদি শক্তিশালী হও ব্যথা হও। তাহলে তুমি চুপচাপ থাকো। ঠিক আছে, এটা বেশ সুন্দর মনে হচ্ছে। যদিও অন্যরা আমাকে বোঝে না। তবু এই অন্যায় আমি গ্রহণ করতে পারি না।

আচ্ছা, শুনুন গানটি।