সঙ্গীতদল মোজাইক
2022-06-01 13:33:37

২০০৮ সালে প্রতিষ্ঠিত মোজাইক চীনের মূল-ভূভাগের একটি রক সঙ্গীতদল। সঙ্গীতদলটি তার প্রধান গায়ক শিয়া ইং, গিটারিস্ট চুও ইউয়ে, ব্যাস বাদক লিন ইয়ুফেং এবং ড্রামার কাও সিন— এ চারজনকে নিয়ে গঠিত। ২০০৮ সালের আগে সঙ্গীতদলের নাম ছিল জিটি-৬। কিন্তু দলের সদস্য পরিবর্তনের পর বর্তমান নাম ‘মোজাইক’ রাখা হয়।

 

বন্ধুরা, মোজাইকের কথা আমি পরে আরো বলব। তাহলে আজকের ‘তোমার জন্য গান’ অনুষ্ঠানের শুরুতে আমি তাদের একটি গান শোনাতে চাই, গানের নাম ‘মরিসন ও মুদি দোকান’। শুনুন তাহলে গানটি। (গান-১)

 

প্রিয় বন্ধুরা, কিছুক্ষণ আগে আপনারা যে গানটি শুনেছেন, তা সঙ্গীতদল মোজাইকের ‘মরিসন ও মুদি দোকান’। গানটি ২০১৫ সালে প্রকাশিত হয়। একই বছর তারা ‘তুমি’ নামক একক গানও প্রকাশ করেন। সে বছর তারা গ্রীষ্ম ও শরত্কালের ভ্রাম্যমান পরিবেশনা করে। তারপর তারা জাপানে গিয়ে টোকিও’তে ছোট মাত্রার ভ্রাম্যমান পরিবেশনা করে এবং আমন্ত্রিত হয়ে এশিয়ার বিখ্যাত সঙ্গীত উত্সব  ‘সামার সনিক’-এ অংশ নেয়। ২০১৭ সালে মোজাইক ‘নো ক্লাব’ নামক অ্যালবাম প্রকাশ করে। পাশাপাশি, তারা জাতীয় পারফর্মিং সফর শুরু করে। একই সময় তারা ‘চীনা সঙ্গীতদল’-এর মঞ্চে হাজির হয়ে আবার অনেক অনুরাগীদের আকর্ষণ করে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমি মোজাইকের ‘নো ক্লাব’ নামক অ্যালবাম থেকে দু’টো গান আপনাদের শোনাতে চাচ্ছি, গানের নাম ‘হট ওয়ান স্টার’ এবং ‘সবাই তাদের ফোন নিয়ে খেলছে’। শুনুন তাহলে গান দু’টো। (গান-২,৩)

 

২০১৮ সালে মোজাইক তাদের তৃতীয় স্টুডিও অ্যালবাম প্রকাশ করে। গিটারিস্ট চুও ইউয়ে অ্যালবামের অধিকাংশ লিরিক্স, সঙ্গীত রচনা করেন। এছাড়া, তিনি হংকংয়ের বিখ্যাত গীতিকার লিউ চুও হুই’র সঙ্গে ক্যান্টোনিজ গান ‘হাজার কাপ মাতাল হয় না’ গেয়েছেন। তাহলে বন্ধুরা, এখন আমি গানটি আপনাদের শোনাই, কেমন? শুনুন তাহলে গানটি। (গান-৪)

 

আসলে ২০০৯ সালে সঙ্গীতদলটি প্রাণবন্ত ও সংবেদনশীল ‘ড্যান্সিং গার্ল’ ও ‘মঞ্চের বাতাস’ গানগুলি সৃষ্টি করে এবং অনুরাগীদের ভালোবাসা অর্জন করে। গানটি একটি সঙ্গীত উত্সবের  থিম সং-এ পরিণত হয়। এখন অবশ্যই আমি ‘মঞ্চের বাতাস’ গানটি আপনাদের শোনাব, কেমন? শুনুন তাহলে গানটি। (গান-৫)

 

বন্ধুরা, সম্প্রতি মোজাইক একটি গান গাওয়া প্রতিযোগিতায় অংশ নেয়। সবেমাত্র শেষ হওয়া মে মাসে তারা ‘নীড সামবডি টু লাভ’ নামক ইংরেজি গান প্রকাশ করে। অবশ্যই এখন আমি গানটি আপনাদের শোনাতে চাচ্ছি। চলুন, আমরা তাদের নতুন গানটি অনুভব করি, কেমন? (গান-৬)

 

কেমন লেগেছে গানগুলি, বন্ধুরা? গান শুনতে শুনতে বিদায়ের সময় চলে এসেছে। তাহলে অনুষ্ঠানের শেষে আমি আপনাদের মোজাইকের আরেকটি গান শোনাতে চাই। গানের নাম ‘নিয়ন প্রিয়তমা’। আশা করি, আজকের গানগুলি আপনাদের ভাল লেগেছে। (গান-৭)

(প্রেমা/এনাম)