জুন ১: সম্প্রতি চীন তৈরি করেছে বড় আকারের উভচর বিমান ‘খুনলুং এজি ৬০০’। এটি একাধারে জলে ছুটতে পারে ও আকাশে উড়তে পারে।
গতকাল (মঙ্গলবার) চীনের নিজস্ব গবেষণায় তৈরি অগ্নিনির্বাপণ এবং পানিতে উদ্ধারকাজে ব্যবহারের জন্য তৈরি বিমানটি কুয়াংতুং প্রদেশের চিনওয়ান বিমানবন্দর থেকে পরীক্ষামূলক উড্ডয়ন করা হয়। আকাশে ২০ মিনিট ওড়ার পর এটি ভূমিতে অবতরণ করে। বিমানটি স্থিতিশীল ও ভালো অবস্থায় আছে।
(শুয়েই/তৌহিদ/লিলি)