সি চিন পিংয়ের সাংস্কৃতিক অনুভূতি(২)
2022-05-31 18:29:09

যে ব্যক্তি চীনের ভূমিকে ভালবাসে সে প্রতি ইঞ্চি জমি ও গৌরবময় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা ভালবাসে।’

এটি একটি স্নেহপূর্ণ কথা; সি চিন পিং তিন দশক আগে হ্যপেইয়ের ঝেংডিং-এ কাজ করার সময় বলেছিলেন। বহু বছর পর, চীনের সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের নেতৃত্বে, গর্বিতভাবে ঘোষণা করেছিলেন- ‘চীনা জাতির হাজার বছরের ইতিহাসে চীনা চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি অব্যাহত রয়েছে, এটি হলো চীনা জাতির মৌলিক বিষয় ও চেতনা।’

২০২১ সালের ২৪ মার্চ বিকেলে, ফুচৌ পরিদর্শন করছিলেন সাধারণ সম্পাদক সি চিন পিং। যখন তিনি থ্রি লেন এবং সেভেন অ্যালির ঐতিহাসিক ও সাংস্কৃতিক জেলায় হাঁটছিলেন এবং প্রাচীন শহর তাঁর হৃদয়কে উষ্ণ করছিল।

‘ঐতিহ্যবাহী এলাকা, প্রাচীন ভবন এবং সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রক্ষা করার অর্থ হল- শহরের ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ করা। আমাদের অবশ্যই প্রাচীন ভবন, পুরানো বাড়িঘর এবং পুরানো এলাকা রক্ষা করতে হবে।’

সাধারণ সম্পাদক সি চিন পিং এবং এই প্রাচীন রাস্তার মধ্যে ৩০ বছরের একটি গল্প রয়েছে।

ফোচৌয়ের থ্রি লেন এবং সেভেন অ্যালি, যা ‘লিফাং সিস্টেম লিভিং ফসিল’ নামে পরিচিত। এটি হাজার বছরের ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়ে রয়েছে। ১৯৮০-এর দশকে, নগর উন্নয়নের প্রভাবে, এটি কিছুটা বিপদে পড়েছিল। গলির উত্তর কোণে, লিন জুয়েমিনের প্রাক্তন বাসভবনটি শান্তিপূর্ণ এবং শহরের কেন্দ্রে দাঁড়িয়ে আছে। এর গেটের সামনে সাংস্কৃতিক ধ্বংসাবশেষ সুরক্ষার স্টিলে, ‘ধ্বংস’ শব্দটি লেখা হয়েছে।

একটি কঠিন সময় লিন জুয়েমিনের প্রাক্তন বাসভবনে সাংস্কৃতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ফুচৌ পৌর পার্টি কমিটির তৎকালীন সেক্রেটারি সি চিন পিং সম্মেলনে দৃঢ়ভাবে বলেছিলেন:

‘আমাদের হাতে দিয়ে শহরের পুরাকীর্তি রক্ষা করব, পুনরুদ্ধার করব এবং কাজে লাগাব, কেবল তাদের ক্ষতি এড়ানো নয়, তাদের আরও জাঁকজমকপূর্ণ করে তুলতে এবং ভবিষ্যত প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।’

‘ধ্বংস’ থেকে ‘মেরামত’ এ পরিবর্তনটি শহরের পরিচালকদের দূরদর্শিতা এবং সাহস দেখায়।

‘এই জায়গাটি মেরামতে ১০০ দিনেরও বেশি সময় লেগেছিল! এর পরেই, থ্রি লেন এবং সেভেন অ্যালির অন্যান্য ঐতিহাসিক ভবনগুলিও একের পর এক মেরামত ও সুরক্ষা করা হয়।’

বহু বছর পরে, সাংস্কৃতিক ধ্বংসাবশেষের ‘উদ্ধার অভিযান’ স্মরণ করে কথা বলেন ফুচৌ সাহিত্য ও ইতিহাস বিশেষজ্ঞ লি হাউই। তিনি সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন, ‘তাঁর সুরক্ষা ও সমর্থন ছাড়া, থ্রি লেন এবং সেভেন অ্যালি অনেক আগেই চলে যেতো!’

 

সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার জন্য প্রাসঙ্গিক সংকল্প প্রচার করা, পুরাকীর্তি ব্যুরো এবং প্রত্নতাত্ত্বিক দল গঠন করা এবং নগরায়ন প্রকল্প অনুমোদিত হলে-  সাংস্কৃতিক পুরাকীর্তি বিভাগকে সুযোগ দেওয়া- ইত্যাদি বিষয় করেন তিনি। ফুচৌতে কাজের সময়, সি চিন পিং সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার জন্য একটি দীর্ঘমেয়াদী ব্যবস্থার ভিত্তি স্থাপন করেছিলেন।

‘সাংস্কৃতিক ধ্বংসাবশেষের সুরক্ষা থেকে শুরু করে, গোটা সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য, সাংস্কৃতিক নির্মাণ এবং অর্থনৈতিক নির্মাণ সমানভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়। সাধারণ সম্পাদক সি চিন পিং আমাদের সেই প্রজ্ঞা এবং সম্পদ দিয়েছেন।’ ফুজিয়ান প্রাদেশিক ব্যুরো অফ কালচারাল রিলিক্সের প্রাক্তন পরিচালক ঝেং গুওজেন এই কথা বলেছেন।

৩০ বছরেরও বেশি সময় কেটে গেছে, ‘সংরক্ষণ’ থেকে ‘জীবিত’ থাকা পর্যন্ত, থ্রি লেন ও সেভেন অ্যালির জীবন্ত ঐতিহ্য নতুন প্রাণশক্তিতে পূর্ণ।

 

থ্রি লেন এন্ড সেভেন অ্যালিতে হেঁটে আপনি সাদা দেয়াল এবং কালো টাইলস, উড়ন্ত ইভ এবং বাঁকা কোণগুলি দেখতে পাবেন।

‘প্রাচীন বাড়ি + Intangible সাংস্কৃতিক ঐতিহ্য’ বৈশিষ্ট্যপূর্ণ সাংস্কৃতিক পর্যটন তৈরি করেছে, থ্রি লেন এন্ড সেভেন অ্যালি রক্ষা করা হয়েছে।

 

৭০ বছরের বেশি বয়সী ছেন ইয়ং চিয়েন ফুচৌ শহরের থ্রি লেন এন্ড সেভেন অ্যালিতে একজন স্বেচ্ছাসেবক প্রশিক্ষক।

নতুন সাজানো প্রদর্শনী হলে পর্যটকদের জন্য ‘টু মাই ওয়াইফ’ চমত্কারভাবে আবৃত্তি করেন।

‘অভিক্ষেপের ক্লিপগুলি পর্যটকরা একইভাবে অনুভব করতে পারে। অনেকের চোখে পানি আসে।’ ছেন ইয়ংচিয়ান বলেছেন, ‘লিন জুয়েমিনের প্রাক্তন বাসভবনের প্রদর্শনীর সামগ্রিক উন্নতি হল থ্রি লেন এবং সেভেন অ্যালির সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষার একটি রিলে।

মেরামত ও সুরক্ষা, সাংস্কৃতিক ধ্বংসাবশেষ এবং প্রাচীন ভবনগুলির জীবন অব্যাহত রাখা; সাংস্কৃতিক ঐতিহ্য, একটি জাতির আত্মাকে পুষ্ট করে।

‘বিদেশে বসবাসকারী অনেক লোক ফিরে আসায় থ্রি লেন এন্ড সেভেন অ্যালিতে ভ্রমণ করেন।’ থ্রি লেন এন্ড সেভেন অ্যালিতে জন্মগ্রহণ ও বেড়ে ওঠা ছেন ইয়ংচিয়ানের এই জায়গাটির প্রতি গভীর অনুভূতি রয়েছে।

২০ বছর আগে, যখন সি চিন পিংকে ‘ফুচৌ প্রাচীন বাড়িঘর’ বইটির মুখবন্ধ লেখার জন্য আমন্ত্রণ জানানো হয়, তখন তিনি লিখেছিলেন:

‘প্রাচীন ভবন ও সাংস্কৃতিক ধ্বংসাবশেষ রক্ষা করা হল ইতিহাস সংরক্ষণ করা, শহরের সংস্কৃতি সংরক্ষণ করা এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিক শহরের সূক্ষ্ম ঐতিহ্য সংরক্ষণ করার পদ্ধতি...’

বছর যত যায়, অনুভূতি একই থাকে।

তিনি কুয়াংচৌয়ের ইয়ংছিংফাং পরিদর্শন করেন এবং জোর দিয়ে বলেন যে ‘শহুরে পরিকল্পনা এবং নির্মাণ অবশ্যই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক সুরক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তিনি বেইজিংয়ের হুথং-এ চলে যান এবং ‘ঐতিহাসিক নিদর্শন এবং ঐতিহাসিক সংস্কৃতির সংরক্ষণের সঙ্গে পুরানো শহরের রূপান্তর ও আপগ্রেডিংকে একীভূত করার’ প্রস্তাব দেন। তিনি পিংইয়াওয়ের প্রাচীন শহরের প্রাচীরে আরোহণ করেন এবং ‘ইতিহাস, সংস্কৃতি ও বাস্তুশাস্ত্রের প্রতি শ্রদ্ধা’ জানান।

 

সাধারণ সম্পাদক সি চিন পিং সর্বদাই ইতিহাস ও সংস্কৃতির প্রতি গভীর অনুরাগে পরিপূর্ণ ছিলেন, সর্বদাই প্রাচীন রাস্তা ও প্রাচীন শহর সুরক্ষায় অনেক গুরুত্ব দিয়েছিলেন এবং জাতীয় সংস্কৃতি রক্ষা করেছিলেন। তিনি বলেন,

 

‘ঐতিহ্যবাহী সংস্কৃতির চমৎকার উত্তরাধিকারী হতে হবে।’

‘চীনা চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি হাজার হাজার বছরের ইতিহাসে চীনা জাতির তৈরি ও অব্যাহত রয়েছে, এটি চীনা জাতির মূল বৈশিষ্ট্য ও চেতনা।’

‘বিস্তৃত ও গভীর চীনা চমৎকার ঐতিহ্যবাহী সংস্কৃতি বিশ্ব সংস্কৃতির অশান্তিতে আমাদের দৃঢ়ভাবে দাঁড়ানোর ভিত্তি।’

একটি গলির সুরক্ষা থেকে শুরু করে একটি শহর রক্ষা করা, একটি দেশ শাসন করা পর্যন্ত, সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের মনে, সাংস্কৃতিক অনুভূতিগুলি পারিবারিক বিষয়, রাষ্ট্রীয় বিষয় এবং বিশ্ব বিষয়কে একীভূত করে।