আকাশ: সুপ্রিয় শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে। আপনাদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের সাপ্তাহিক আয়োজন ‘রোববারের আলাপন’। আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু এনাম ও আকাশ।
চলতি মাসের ২৮ তারিখে রাষ্ট্রীয় সাধারণ ক্রীড়া প্রশাসনের উদ্যোগে ‘গণশরীরচর্চা অনলাইন গেমস’ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অলিম্পিক গেমসের চ্যাম্পিয়ন কং লি চিয়ান, সুন ই ওয়েনসহ ক্রীড়া জগতের একাধিক তারকা এতে অংশগ্রহণ করেছেন। তারা সবাইকে শরীরচর্চার আহ্বান জানিয়েছেন।
এবারের কর্যক্রমের লক্ষ্য হচ্ছে শরীরচর্চায় গৃহীত দেশের কৌশলকে আরো গভীরভাবে বাস্তবায়ন করা এবং জনগণের জন্য অনলাইনে খেলাধুলার সুযোগ সৃষ্টি করা। প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, করোনা মহামারী ঠেকাতে এখন সবাই কাজ করছে। এমন প্রেক্ষাপটে এ গেমসের মাধ্যমে সবাইকে উত্সাহিত এবং দিকনির্দেশনা দেয়া যেতে পারে।
এবারের গণশরীরচর্চা অনলাইন গেমসে দড়ি লাফ, দাবা, তাস এবং তাইচিছুয়ানসহ নানা খেলা রয়েছে।