‘স্বীকৃতি দানের পাশাপাশি তিনি আমাদের উত্সাহিত করেছেন’
2022-05-27 19:48:02

‘আমি একসময় মহিলা শ্রমিক হিসেবে চাকরিচ্যুত হয়। পরে বোনদের সঙ্গে হাউজকিপিং’র মধ্য দিয়ে কর্মসংস্থানে ফিরে আসি। প্রেসিডেন্ট সি চিন পিং’র সঙ্গে আমি সাক্ষাত করতে পেরেছি, তা আমার কল্পনার ও স্বপ্নের বাইরে’। এসব কথা বলেছেন জুও ছাং লি নামের একজন মহিলা।

 

২০১৩ সালের ২৭ নভেম্বর চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শান তোং প্রদেশের চি নান শহরে বহির প্রদেশ থেকে আসা শ্রমিকদের সেবা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি কেন্দ্রের কর্মীদের এবং কাজের জন্য আসা শ্রমিকদের সঙ্গে কথাবার্তা বলেন। সে সময় ‘সূর্যালোকের বোন’ নামের হাউজকিপিং কোম্পানির এক দল হাউসকিপিং মহিলা সি চিন পিংকে সালাম দেন। ছুও ছাং লি ছিলেন তাদের মধ্যে একজন।

 

ছুও ছাং লি স্মরণ করে বলেন, সি চিন পিং তখন বলেছিলেন, ‘হাউজকিপিং’র ক্ষেত্রে অনেক কিছু করার আছে। তাই আন্তরিকতার ভিত্তিতে পেশাদারিত্বের মান উন্নয়ন করতে হবে, যাতে অন্যদের সুবিধা দেওয়ার পাশাপাশি নিজেও সুবিধা উপভোগ করা যায়’। সি চিন পিং’র এ কথা ছুও ছাং লি’র মন উষ্ণ করেছে।

 

‘হাউজকিপিং’র ক্ষেত্রে অনেক কিছু করার আছে’। এ কথা আমাদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি উত্সাহিত করেছে।

 

একসময় অনেকে মনে করতো হাউজকিপিং মানেই গৃহপরিচারিকা, এমনকি অনেকের চোখে এ কাজ নিকৃষ্ট ছিল। প্রেসিডেন্ট সি চিন পিং’র কথায় ছুও ছাং লিসহ নানা হাউজকিপিং সেবাদানকারীদের চিন্তাধারা পরিবর্তন ঘটেছে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে পেশার মান উন্নত করার জন্য ছুও ছাং লি ও তার সহকর্মীরা পেশাদার প্রশিক্ষণ স্কুল গঠনের পাশাপাশি ৮০০টিরও বেশি বিদ্যালয়ের সঙ্গে সহযোগিতা শুরু করেছেন। তারা কলেজের শিক্ষার্থীদের এ পেশাদার কৌশল শিখিয়ে দেন। কলেজ ও উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা স্নাতক অর্জনের পর হাউজকিপিং কর্মীতে পরিণত হলে তাদের কর্মসংস্থান সমস্যা সমাধানের পাশাপাশি হাউজকিপিং শিল্পে নতুন জনশক্তি যোগ হবে।  সে নতুন জনশক্তি এ শিল্পের নতুন রূপ সৃষ্টি করবে।

 

বর্তমানে ‘সূর্যালোকের বোন’ নামের হাউজকিপিং কোম্পানি চি নান থেকে সারা চীনে ছড়িয়ে পড়েছে। এ কোম্পানিতে হাউজকিপিং সেবাদানকারীর সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে, যা ২০১৩ সালের তিনগুণ। অনেক হাউজকিপিং সেবাদানকারী একই সঙ্গে বেবিসিটার, পুষ্টিবিদ হিসেবে স্বীকৃতি পেয়েছেন।

 

ছুও ছাং লি বলেন, ‘আমি বিশেষভাবে গর্বিত যে, চাকরিচ্যুত বেশ কয়েকজন মহিলা শ্রমিক জাতীয় মহিলা হাউসকিপিং সার্ভিস প্রফেশনাল স্টাইল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন’।

 

 ছুও ছাং লি বলেন, ‘যে-দিন আমি প্রেসিডেন্ট সি চিন পিং’র সঙ্গে দেখা করেছিলাম, সেদিন আমি একটি কমলা রঙ্গের ইউনিফর্ম পড়েছিলাম। আমি সে কাপড়টি ভালোভাবে রেখে দিয়েছি। একসময় ইউনিফর্ম পড়তে লজ্জা পেতাম। এখন এ পেশায় আমি গর্বিত’।

 

২০১৮ সালে চীনের দুই অধিবেশন চলাকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং শান তোং প্রদেশের প্রতিনিধি দলের পর্যালোচনায় অংশ নিয়েছেন। চীনের জাতীয় গণকংগ্রেসের প্রতিনিধি হিসেবে আমি আবার প্রেসিডেন্ট সি চিন পিং’র সঙ্গে কথা বলতে পেরেছি। আমি সাম্প্রতিক বছরগুলোতে ‘সূর্যালোকের বোন’ নামের কোম্পানির উন্নয়ন সম্পর্কে তাঁকে জানিয়েছি। সে দিন আমি আবার সে কমলা রঙ্গের ইউনিফর্ম পড়েছিলাম। প্রেসিডেন্ট সি চিন পিং আমার কথা শুনে খুব আনন্দিত হন। তিনি বলেন, ‘হাউজকিপিং ‘সূর্যালোকের বোন’ নামটির মতোই উদীয়মান শিল্প। এ শিল্প গ্রাম থেকে শহরে আসা শ্রমিকদের কর্মসংস্থানের চাহিদা পূরণের পাশাপাশি শহুরে পরিবারের বাচ্চা লালন এবং অবসরপ্রাপ্ত প্রবীণদের লালনের বাস্তব চাহিদা মেটায়। এ কাজ পরস্পরের জন্য উপকারি, এটাকে ভালোভাবে করা উচিত।

 

 প্রেসিডেন্ট সি চিন পিং’র সঙ্গে দুবারের কথাবার্তা ছুও ছাং লি’র মনে খুব ছাপ ফেলেছে। তিনি প্রেসিডেন্ট সি চিন পিংকে বলতে চান, ‘প্রেসিডেন্ট সি, আপনার উত্সাহের কথা মনে রেখে আমি যথাসাধ্য কাজ করে যাবো’।