বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে তিব্বতের কিশোর-কিশোরীদের কর্মতত্পরতা
2022-05-27 17:45:24

মে ২৭: সম্প্রতি তিব্বতের লাসার লিউউ জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে ইন্টারেক্টিভ পরীক্ষা এবং বিজ্ঞান ও প্রযুক্তির মজা অনুভব করে। তারা মডেল-বিমান, রোবট-পারফরম্যান্স এবং "সমুদ্র, স্থল ও এয়ার" মডেল তৈরি করে।

  ২০২২ সালের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কার্যকলা পসপ্তাহের থিম হল "বিজ্ঞান ও প্রযুক্তিতে আপনি এবং আমি একসাথে হাঁটছি"।  তিব্বত যুব অনুশীলন শিক্ষা বেস ক্যাম্পাসে জনপ্রিয় বিজ্ঞান শিক্ষা নিয়ে আসার জন্য থিমযুক্ত ক্রিয়াকলাপের আয়োজন করে। লাসা শহরের লিউউ জুনিয়র হাইস্কুলের প্রথম বর্ষের ছাত্র ওয়াংছিংদাওয়া বলেন: "আমি নিজের চোখে মডেলের বিমান আকাশে উড়তে দেখব বলে আশা করিনি। ক্লাসেএগুলো দেখা যায় না।"

  পরিসংখ্যান অনুযায়ী,  ২০১০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, তিব্বতি যুব অনুশীলন শিক্ষাবেস এই অঞ্চলের যুবকদের জন্য ২৪০টি শিক্ষামূলক অনুশীলন শিবির, গ্রীষ্মকালীন শিবির এবং পাঠ্যক্রম ক্লাসের আয়োজন করেছে। এই অঞ্চলের ১ লাখেরও বেশি যুবক এতে অংশগ্রহণ করেছে।

(ইয়াং/আলিম/ছাই)