‘পূর্ব তিব্বতের মুক্তা’ কামদোর উন্নয়ন ও পরিবর্তন
2022-05-26 17:25:26

মে ২৬: কামদো ‘পূর্ব তিব্বতের মুক্তা’ নামে পরিচিত। এটি গভীর পর্বত গিরিখাতে অবস্থিত। অতীতে এখানে যান চলাচল অসুবিধাজনক ছিল, উন্নয়ন সীমাবদ্ধ ছিল এবং পরিকল্পনা ও অন্যান্য কারণে শহুরে চরিত্র ছিল অনুপস্থিত।

সাম্প্রতিক বছরগুলোতে একটি আধুনিক শহরে রূপান্তরের লক্ষ্যে কামদো-র উন্নয়ন হয়ে আসছে। জনসংখ্যার আকার, উন্নয়নের দিক, স্থানীয় বৈশিষ্ট্য, ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে শহরের পরিকল্পনা করা হয়েছে। আজকের কামদোর বিভিন্ন ধরনের  ভবন উপত্যকায় বিক্ষিপ্ত মুক্তোর মতো। আবাসিক ও  বাণিজ্যিক এলাকা এবং  অবসর ও বিনোদনকেন্দ্রগুলো একে  একটা সুন্দর শহর হয়ে উঠতে সাহায্য করেছে।

(ইয়াং/আলিম/ছাই)