চীনা গায়িকা চাং ছিয়াং
2022-05-26 10:00:21


আজকের অনুষ্ঠানে চীনের একজন বিখ্যাত গায়িকার সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, তার নাম। তিনি গত শতাব্দীর ৮০’র দশকে চীনে সবচেয়ে জনপ্রিয় গায়িকা ছিলনে। তিনিও চীনে ডিস্কো ও ইলেকট্রনিক সংগীতের ধারায় নেতৃত্ব দিয়েছেন। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তার কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন চাং ছিয়াংয়ের জনপ্রিয় একটি গান ‘জ্যোৎস্না ডিস্কো’।গান ১

 

চাং ছিয়াং ১৯৬৭ সালে চীনের বেইজিংয়ের একটি সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন। তার মা চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রার বেহালাবাদক। ছোট থেকেই তিনি মায়ের কাছে বেহালা বাজানো শিখেন। সেই সময়ে চায়না ফিল্ম অর্কেস্ট্রা সিম্ফনি অর্কেস্ট্রাতে সংগীত পরিবেশন করা ছাড়া বিভিন্ন চলচ্চিত্র, ডকুমেন্টারি, টিভি নাটকের জন্য রেকর্ড করতেন, এসব সংগীত চাং ছিয়াংর সংগীতের প্রাথমিক ধারণা তৈরি করে। মায়ের কাজের জন্য চাং ছিয়াং অনেক বিদেশি পপ গানও শুনেছেন, যা পরবর্তীতে তার সংগীতশৈলীর ওপর বড় প্রভাব ফেলে। ১৯৮৩ সালে উচ্চ মাধ্যমিক স্কুলে পড়ার সময় চাং ছিয়াং একটি সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। পরের বছর তিনি চীনা কেন্দ্রীয় টিভি স্টেশন আয়োজিত তরুণ গায়ক প্রতিযোগিতায় অংশ নেন। এ দুই প্রতিযোগিতায় পুরস্কার না পেলেও চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও সংগীতশৈলী অনেকের মনে ছাপ ফেলে।গান ২

 

১৯৮৫ সালে চাং ছিয়াং মায়ের সাহায্য তার প্রথম অ্যালবাম ‘টোকিও রাত’ প্রকাশ করেন। অ্যালবাম প্রকাশের পরই চাং ছিয়াংয়ের বিশেষ কণ্ঠ ও তখনকার চীনে অপ্রচলিত ডিস্কো অনেকের দৃষ্টি আকর্ষণ করে। দ্রুত সেই অ্যালবাম ২৫ লাখেরও বেশি কপি বিক্রি করা হয়। মানুষও চাং ছিয়াংয়ের নাম জানতে পারে। বন্ধুরা, এখন শুনুন এই অ্যালবামে চাং ছিয়াংয়ের একটি সুন্দর গান ‘রাত থেকে ভোর’।গান ৩

 

প্রথম অ্যালবাম প্রকাশের পরের দুই বছরে চাং ছিয়াং অনেক অ্যালবাম প্রকাশ করেন এবং সবগুলো জনপ্রিয়তা পায়, বিশেষ করে তার অ্যালবাম ‘লাজুক মেয়ের’ ৪২ লাখেরও বেশি কপি বিক্রি হয়। তার গান প্রধানত ডিস্কো ও ইলেকট্রনিক গান। সেই সময় চীনে তার সংগীতশৈলী অনেক অ্যাভান্ট-গার্ড (avant-garde)। তিনি ‘চীনা ডিস্কো রানী’ হিসেবে পরিচিতি পান; তিনি চীনের ডান্স মিউজিকের প্রবণতা সৃষ্টি করেন। ১৯৮৬ সালে চাং ছিয়াং যুক্তরাষ্ট্রের টাইমস সাপ্তাহিকে সাক্ষাত্কার দেওয়া প্রথম চীনা গায়িকা হন। পাশাপাশি, তিনি বিশ্বে বার্ষিক সবচেয়ে জনপ্রিয় গায়িকার খেতাব পান।  বন্ধুরা, এখন শুনুন চাং ছিয়াংয়ের বেশ জনপ্রিয় একটি গান ‘আমাকে আর জিজ্ঞেস করবে না ডিস্কো কি’।গান ৪

 

বিশেষ কণ্ঠ ও সংগীতশৈলীর পাশাপাশি তার চুলের wild-curl up-ও চাং ছিয়াংয়ের একটি বৈশিষ্ট্য। যা তখনকার চীনা সমাজে দেখা যেতো না। তার মনে হয়, ডান্স মিউজিক ও wild-curl up নতুন যুগে মুক্তি, স্বাধীনতার ধারণার প্রতিফলন। চীনে সংস্কার ও উন্মুক্তকরণ নীতি বাস্তবায়নের সঙ্গে সঙ্গে নতুন জিনিস ও ধারণার প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে। ছিয়াং তাদেরকে নতুন ধরনের অভিজ্ঞতা দেন। এটা চীনে তার জনপ্রিয়তার একটি কারণ। বন্ধুরা, এখন আমরা চাং ছিয়াংয়ের একটি সুন্দর গান ‘তোমাকে ভালোবাসি কিন্তু বলতে পারি না’ শুনবো।গান ৫

 

১৯৮৮ সালে চাং ছিয়াং বিয়ে করেন এবং সাময়িকভাবে সংগীতের কাজ বন্ধ করেন। ১৯৯২ সাল পর্যন্ত চাং ছিয়াং মোট ৩০টি অ্যালবাম প্রকাশ করেন। এর মোট বিক্রির পরিমাণ ২ কোটি ছাড়িয়ে যায়। এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারে নি। ২০০৮ সাল পর্যন্ত চাং ছিয়াং বেইজিংয়ে ব্যক্তিগত কনসার্ট আয়োজন করে আবারও সবার সামনে হাজির হন।  ১০ বছর পরও তিনি ও তার গানগুলো সমান জনপ্রিয়। বন্ধুরা এখন আমরা শুনবো চাং ছিয়াংয়ের একটি সুন্দর গান ‘বিরক্তিকর শরৎ বাতাস’।গান ৬

 

২০ বছর পর চাং ছিয়াংয়ের ডিস্কো গানগুলো চীনে জনপ্রিয় হয়ে রয়েছে। তিনিও সুন্দর সুন্দর গান পরিবেশন করে যাচ্ছেন। বন্ধুরা, অনুষ্ঠানের শেষে আমরা একসঙ্গে মেং ফেই ছুয়ানের আরেকটি সুন্দর গান ‘রাস্তার বাতির নিচের ছোট মেয়ে’ শুনবো, আশা করি আপনারা তাদের গানগুলো পছন্দ করবেন।গান ৭

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে।এখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।