মানব ও হরিণের গল্প: ছিংহাই-তিব্বত মালভূমিতে লাল হরিণ ক্লাব
2022-05-25 16:22:33

মে ২৫: তিব্বতের লাল হরিণের বিভিন্ন দল তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের কামদো শহরের লেউকি লাল হরিণ জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকায় বাস করে।

৭০-এর দশকে লেউকি জেলার জিয়াং কিউলুম ৩টি বিপথগামী লাল হরিণ খুঁজে পান এবং তাদের যত্ন নেওয়া শুরু করেন। ৪০ বছর ধরে তাঁর যত্নে সেই ৩টি থেকে কয়েক শ লাল হরিণ হয়েছে। এখন তাঁর ২টি ছেলেও তার সাথে লাল হরিণের যত্ন নেওয়ার মিশন চালিয়ে যাচ্ছে।

তিব্বতি লাল হরিণ হলো চীনের জাতীয় দ্বিতীয় স্তরের মূল সুরক্ষিত প্রাণী। ৯০-এর দশকে লাল হরিণকে বিলুপ্ত বলে মনে করা হচ্ছিলো। তিব্বতের বন্য প্রাণী সংরক্ষণকারীদের প্রচেষ্টায় ১৯৯৩ সালে লেউকি লাল হরিণ প্রাকৃতিক সংরক্ষণ এলাকা প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে তা জাতীয় পর্যায়ের সংরক্ষণ এলাকা হিসেবে স্বীকৃতি পায়।  

(ইয়াং/আলিম/ছাই)