প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান ‘তোমার জন্য গান’। আপনাদের সঙ্গে আছি মুক্তা।
আজকের আসরে আপনাদের সাথে আমি মালয়েশিয়ার একজন বিখ্যাত কন্ঠশিল্পীকে পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম লিয়াং চিং রু। লিয়াং চিং রু মালয়েশিয়ার একজন বিখ্যাত গায়িকা। যদিও তিনি মালয়েশিয়ার মানুষ, তবে তিনি চীনা ভাষায় গান গেয়ে থাকেন। ১৯৭৮ সালে লিয়াং চিং রু মালয়েশিয়ার ছোট্ট একটি জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি খুবই মিষ্টি সুরে গান গাইতে পছন্দ করতেন। এ পর্যন্ত তাঁর অনেক অ্যালবাম প্রকাশিত হয়েছে। প্রথমে শোনাবো তাঁর কন্ঠে ‘উষ্ণ’ শীর্ষক গান। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ১)
বন্ধুরা, শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘উষ্ণ’ শীর্ষক গান। তিনি বিভিন্ন ধরণের গান গাইতে পছন্দ করেন। তবে এতো গানের মধ্যে প্রেমের গানে তিনি সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই তাকে অনেকে ‘প্রেমের গানের সম্রাজ্ঞী’ বলে ডাকেন। তাই আজকের আসরে আমরা একসংগে তাঁর কয়েকটি গান উপভোগ করবো। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘সাহস’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ২)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘সাহস’ শীর্ষক গান। গানটি আপনাদের কেমন লেগেছে? আশা করি গানটি নিশ্চয়ই আপনাদের মন ভরিয়ে দিয়েছে। লিয়াং চিং রুয়ের সুর খুবই সুমিষ্ট, তাই না? যদিও তাঁর গান এতো শক্তিশালী নয়, তারপরও আমি মনে করি, তাঁর মায়াভরা সুরে আপনারা তাঁর মনের ইচ্ছা, তাঁর আশা ও তাঁর শক্তিকে অনুভব করতে পারেন। আচ্ছা, এখন আমরা শুনবো লিয়াং চিং রুয়ের আরেকটি প্রতিনিধিত্বশীল গান, গানের নাম হলো ‘দুঃখের বিষয় তুমি না’। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৩)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রু’র কন্ঠে ‘দুঃখের বিষয়: তুমি না’ শীর্ষক গান। আজ আমরা আপনাদের শোনাচ্ছি প্রেমের গানের সম্রাজ্ঞী লিয়াং চিং রু-এর গান। এ পর্যন্ত আমরা তাঁর কয়েকটি সুন্দর গান শুনেছি। লিয়াং চিং রু’র আসল নাম লিয়াং ছুই ফিং। তিনি ১৯৭৮ সালের ১৫ জুন মালয়েশিয়ায় জন্মগ্রহণ করেন। তবে তাঁর পুর্বপুরুষের জন্মস্থান চীনের কুয়াংদং প্রদেশ। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘দীর্ঘকালের ভালোবাসায় মানুষের হৃদয় বোঝা যায়’ শীর্ষক গান। আশা করি, আপনারা গানটি পছন্দ করবেন।
(গান ৪)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রং’র কন্ঠে ‘দীর্ঘকালের ভালবাসায় মানুষের হৃদয় বোঝা যায়’ শীর্ষক গান। ১৯৯৭ সালে তিনি একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নেয়ার পর চীনের তাইওয়ানে গিয়ে সংগীত নিয়ে কাজ করা শুরু করেন। ১৯৯৯ সালে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘নিংসিয়া’ শীর্ষক গান শোনাবো। আশা করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
(গান ৫)
বন্ধুরা, আপনারা শুনছিলেন লিয়াং চিং রং’র কন্ঠে ‘নিংসিয়া’ শীর্ষক গান। ২০০৪ সালে তিনি তাইওয়ানের ১৫তম গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ডের শ্রেষ্ঠ ম্যাডারিন ভাষার নারী কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরে তিনি নিজের ষষ্ঠ অ্যালবাম প্রকাশ করেন। ২০০৭ সালে তিনি মালয়েশিয়ার দশ জন বিশিষ্ট যুব পুরস্কার লাভ করেন। ২০১০ সালে তিনি প্রথমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। একই বছরে তিনি নিজের একাদশ অ্যালবাম প্রকাশ করেন। এখন আমি আপনাদেরকে তাঁর কন্ঠে ‘তোমাকে ভালোবাসা দুই-তিন দিনের জন্য নয়’ শীর্ষক গান শোনাবো।
(গান ৬)
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান। (ছাই/আলিম)