সংরক্ষিত
2022-05-24 16:22:53

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী কুও তিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।

 

বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদের কাছে চীনের খুব জনপ্রিয় কন্ঠশিল্পী কুও তিং-এর পরিচয় তুলে ধরবো এবং তার গাওয়া কয়েকটি সুন্দর গান শোনাবো। 

বন্ধুরা, কুও তিং-এর জন্ম ১৯৮৫ সালের ১৬ অগাস্ট। তিনি একজন গায়ক এবং গীতিকার। তিনি সঙ্গীত পরিবারে জন্মগ্রহণ করেন, তাই যখন তার বয়স ১১ বছর, তখনই তিনি সহজ কিছু গান রচনা করেন। আর ১৫ বছর বয়সে তিনি পূর্ণাঙ্গ গান রচন করেন।

বন্ধুরা, ২০০৫ সালের ১৫ মার্চ, তার প্রথম অ্যালবাম ‘ডি. কোক’ রিলিজ হয়।২০১৬ সালের মে মাসে ‘আমার কাছে কেউ নেই’ গানটি নিয়ে সেই বছর মিউজিক রেডিও-এর বার্ষিক শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেন।

বন্ধুরা, ২০১৬ সালের ২৫ নভেম্বর, কুও তিং-এর তৃতীয় অ্যালবাম ‘উড়োজাহাজ’ রিলিজ হয়। ২০১৭ সালের ৭ মে, তিনি ‘বিশ্বের পপসঙ্গীত পুরস্কার প্রদান অনুষ্ঠানে’ অংশগ্রহণ করেন এবং সেই বছর শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার লাভ করেন।

বন্ধুরা, ২০১৭ সালে কুও তিং চীনের শ্রেষ্ঠ দশ অ্যালবাম এবং শ্রেষ্ঠ দশটি গানের পুরস্কার লাভ করেন। ২০১৭ সালের অক্টোবর মাসে, তার প্রথম কনসার্ট আয়োজিত হয়।

বন্ধুরা, এখন শুনুন কন্ঠশিল্পী কুও তিং-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘স্নায়ু যুদ্ধ’। প্রকৃতপক্ষে প্রেমের সম্পর্কে ‘স্নায়ু যুদ্ধ’ থাকা ঠিক না। যদি মনে কথা থাকে, তা প্রিয় মানুষের সঙ্গে ভাগাভাগি করতে হবে, তাহলে ভুল বোঝাবুঝি আর থাকবে না, তাই না? আচ্ছা, এখন শুনুন গানটি। 

বন্ধুরা, এখন শুনুন কন্ঠশিল্পী কুও তিং-এর গাওয়া আরেকটি সুন্দর গান, গানের নাম ‘পরবর্তী দরজা’। জীবনে সবার জন্যই আসলে অনেক সুযোগ আছে। আমাদের উচিত প্রতিটি সুযোগকে আকড়ে ধরার চেষ্টা করা। কিন্তু যদি এবার সুযোগ ধরতে না পারেন, তাহলে পরবর্তী সুযোগটা নিশ্চয়ই ধরবেন। আচ্ছা, শুনুন গানটি।

বন্ধুরা, অনেক সুন্দর গান শুনতে শুনতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। বিদায় নেওয়ার আগে আপনাদের শোনাবো কণ্ঠশিল্পী কুও তিং-এর গাওয়া আরেকটি সুন্দর গান; গানের নাম ‘সংরক্ষিত। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।

 

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী কুও তিং-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।

(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)