তিব্বতের বোমি: ক্যাম্পাসের ভিতরে ও বাইরে ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য’
2022-05-23 16:18:46

মে ২৩: ‘হাত অবশ্যই শক্তিশালী হতে হ; বাঁক দ্রুত হতে হবে, পা বাড়াতে হবে, এবং পরিসর অবশ্যই বড় হতে হবে’। তিব্বতের বোমি জেলার দুওজি গ্রামের কেন্দ্রীয় প্রাথমিক স্কুলের খেলার মাঠ। ৪৯ বছর বয়সী সোলাং তাশি একটি করতাল ধরে আসেন। তিনি ধীরস্থিরভাবে হাঁটছিলেন। এসময় তাঁর মুখে গানও ছিল। ১০ জন প্রাথমিক স্কুলের শিক্ষার্থী তাকে অনুসরণ করছে।

সোলাং তাশি অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ‘দাপো জিয়াজুও’-র উত্তরাধিকারী। এ নৃত্যটিকে বিজয় নৃত্যও বলা হয়। এটি বীরত্বপূর্ণ নৃত্য। নাচের সময় উচ্চকণ্ঠের গানের মাধ্যমে বিজয়ী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। সোলাং তাশি বলেন, এই নাচ ও নাচে ব্যবহৃত গানের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে। ‘বয়াং’ বোমি এবং আশেপাশের জেলায় প্রচলিত। এ শিল্প স্থানীয় জনগণের উত্পাদন, জীবন এবং লোক রীতিনীতির প্রতিফলন।  ২০০৯ সালে ‘বোয়াং’ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়।

 (ইয়াং/আলিম/ছাই)