তিব্বতের সোলাং সোলা ও তাঁর থাংকা
2022-05-23 16:17:02

মে ২৩: ২৫ বছর বয়সী সোলাং লোলা তিব্বতের কামডো শহরের ডিংকিং জেলার বাসিন্দা। তিনি যে থাংকা বানাচ্ছেন, তা সুপরিচিত তিব্বতি হাতে আঁকা থাংকা থেকে আলাদা। তিনিসহ প্রায় দশ জন মানুষের সূচিকর্ম ‘তুইসিউ থাংকা’।

সোলাং লোলা বলেন, ‘এভাবে একটি তুইসিউ থাংকা সেলাই করতে প্রায় দুই বছর সময় লাগে। কারণ, এটি চমত্কারভাবে তৈরি। এর উচ্চ শৈল্পিক মূল্য রয়েছে; সরবরাহও কম।’

তিনি প্রাথমিক স্কুলে পড়াশোনাশেষে পশুপালন করতেন। স্থানীয় সরকারের সাহায্যে তিনি লাসায় এসে ঐতিহ্যবাহী দক্ষতা অর্জন করেন। তাঁর বর্তমান মাসিক আয় প্রায় ৫ হাজার ইউয়ান। এ ঐহিত্যবাহী শিল্প তার জীবন বদলে দিয়েছে।

২০১৩ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের জেনেটিক্স প্রজেক্ট ইনহেরিটেন্স অ্যান্ড লার্নিং বেস এবং থাংকা ক্যাপিটাল পেইন্টিং একাডেমি, যেখানে সোলাং লোলা থাকেন, তৃণমূল পর্যায়ের দরিদ্র পরিবারের ১০০টিরও বেশি শিশুকে প্রশিক্ষণ দিয়েছে। (ইয়াং/আলিম/ছাই)