বিষ্ময়কর প্রাণী
2022-05-21 20:10:50

মে ২১: পান্ডা চীনের জাতীয় পশু এবং রয়েল বেঙ্গল টাইগার বাংলাদেশের জাতীয় পশু। এসব বিরল প্রাণী রক্ষা করতে নানা ব্যবস্থা গ্রহণ করছে মানব জাতি। প্রতি বছরের ২২ মে পালিত হয় আন্তর্জাতিক জীব বৈচিত্র দিবস। চলতি বছর এ দিবসটির প্রতিপাদ্য হচ্ছে ‘সকল প্রাণীর জন্য অভিন্ন ভবিষ্যত সৃষ্টি’। চীন বিশ্বের বৃহত্তম জীববৈচিত্র্যময় দেশগুলোর অন্যতম। এখানে রয়েছে বিশ্বের বিরল ও বিষ্ময়কর সব প্রাণী।

(রুবি/এনাম/শিশির)