“মূদ্রা পাচার রোধে আরো জোরালো পদক্ষেপ নেওয়া উচিত”
2022-05-20 20:51:32

ব্যবসাপাতির ৭৪তম পর্বে যা থাকছে:

# ‘পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজন দীর্ঘ আইনী প্রক্রিয়া’

# রেশম চাষে স্মার্ট প্রযুক্তির ব্যবহার চীনে

# নেতিবাচক প্রবৃদ্ধি ঠেকাতে চীনের নানা পদক্ষেপ

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“রিজার্ভের মজুদ ওঠা নামা করতেই পারে, এতে শঙ্কার কিছু নেই। কতো দিনের আমদানি খরচ থাকতে হবে রিজার্ভে, এই হিসাব আমি নিজেও কোনকালে বিশ্বাস করিনি। মনে করিনি এ কারণে যে, আমাদের দেমের আমদানির প্রায় ৩৭ শতাংশ ভোগ্য পণ্য। এটা দেশে উৎপাদন হতে পারে। এটা বন্ধ থাকলে কোন ক্ষতি নাই। এটা কমিয়ে দিলেই আমদানির পরিমাণ কমে যাবে। আর আমি মনে করি, বাংলাদেশ থেকে বছরে প্রায় ৭ মিলিয়ন মার্কিন ডলার মূদ্রা পাচার হয়। আমি মনে করি, এ ব্যাপারে আরো দৃঢ পদক্ষেপ নেওয়াই উচিত হবে। ”

ড. মোহাম্মদ ফরাসউদ্দিন
সাবেক গভর্নর

বাংলাদেশ ব্যাংক