দৌলতদিয়ায় ডুবে গেছে ফেরিঘাট, আটকা কয়েকশ যানবাহন
2022-05-20 19:42:43

ঢাকা, মে ২০: পদ্মা নদীর পানি বেড়ে যাওয়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের র‌্যাম্প পানিতে তলিয়ে গেছে। এতে করে ৪ ও ৫ নম্বর ঘাট দিয়ে যানবাহন ওঠা-নামা পুরোপুরি বন্ধ হয়ে গেছে।

ঘাট দুটি বন্ধ থাকার কারণে ঘাটসংলগ্ন মহাসড়কে পাঁচ কিলোমিটার এবং গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন হয়েছে নদী পারের জন্য অপেক্ষায় থাকা পণ্যবাহী ট্রাকের। এরমধ্যে অল্প কিছু যাত্রীবাহী যানবাহনও রয়েছে।

জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় পদ্মার পানি ৮০ সেন্টিমিটার বেড়েছে। এতে দৌলতদিয়ায় ৪ ও ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন র‌্যাম্প ডুবে গেছে। বর্তমানে দৌলতদিয়ায় সাতটি ঘাটের মধ্যে সচল রয়েছে ৩, ৬ ও ৭ নম্বর ঘাট। এছাড়া ১ ও ২ নম্বর ফেরিঘাট দীর্ঘদিন বন্ধ রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলছেন, দৌলতদিয়া প্রান্তের ৩ ও ৬ নম্বর ঘাট মাঝপানিতে আছে, যার কারণে ঘাটগুলো দিয়ে যানবাহন ওঠা-নামা করতে পারছে না। ৪, ৫ ও ৭ নম্বর ঘাট অল্পপানিতে ছিল। নদীর পানি বাড়ায় এগুলোর র‌্যাম্পে পানি উঠেছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রয়েছে ৩ ও ৪ নম্বর ঘাট। ৭ নম্বর ঘাটে একটু পানি থাকলেও সমস্যা হচ্ছে না।

রাইয়ান/রহমান