বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে নতুন এলাকা প্লাবিত
2022-05-20 19:39:06

ঢাকা, মে ২০: পাহাড়ি ঢল এবং টানা বৃষ্টিতে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ জেলার বেশ কয়েকটি নতুন এলাকা প্লাবিত হয়েছে। এর ফলে জেলা সদরের সঙ্গে কয়েকটি উপজেলার সরাসরি যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড গণমাধ্যমকে জানিয়েছে, শুক্রবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে এবং ছাতক উপজেলা সদরে বিপদসীমার ১৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

সুনামগঞ্জে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে জেলার উজানে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে বৃষ্টি হয়েছে ২১৮ মিলিমিটার। এ কারণে ব্যাপক পাহাড়ি ঢল নামছে এ জেলায়।

রহমান