মে ২০: গতকাল (বৃহস্পতিবার) আয়োজিত ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অনলাইনে ভাষণ দিয়েছেন। তিনি ভাষণে জোর দিয়ে বলেন, ব্রিক্সকে এই অস্থির পরিবর্তনের সময়ে আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা ও ইতিবাচক শক্তির যোগান দিতে হবে।
ব্রিক্সে বিশ্বের বৃহত্তম পাঁচটি নতুন অর্থনৈতিক সত্তা অন্তর্ভুক্ত। এ পাঁচটি দেশ বিশ্বে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক নিরাপত্তা হলো ব্রিক্স সহযোগিতার গুরুত্বপূর্ণ বিষয়। সি চিন পিং বিশ্বব্যাপী নিরাপত্তাব্যবস্থা গড়ার প্রস্তাব দিয়েছেন। তিনি ব্রিক্সভুক্ত দেশগুলোকে একে অপরের উদ্বেগ বিবেচনা করতে, আধিপত্যবাদের বিরোধিতা করতে এবং ঠাণ্ডা যুদ্ধের মানসিকতা প্রতিরোধ করার আহবান জানান।
ব্রিক্সভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীবৃন্দ অব্যাহতভাবে স্বাধীন নীতি অনুসরণ করা এবং সংলাপের মাধ্যমে মতভেদ দূর করার ব্যাপারে একমত হয়েছেন। তাঁরা প্রধান উন্নত দেশগুলোকে একতরফাভাবে উন্নয়নশীল দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরাপ না করার অনুরোধ জানান। (ছাই/আলিম)