মে ২০: ১৯৮৭ সালে জন্মগ্রহণ করেন গং জুয়েজি (তিব্বতি ভাষায় যার অর্থ ‘তিনটি ধন’)। ৭ বছর বয়স থেকে থাংকা আঁকা শিখতে শুরু করেন এবং ৩০ বছর বয়সে একাজে একজন মাস্টারে পরিণত হন। তার নিজের ভাষায় ‘এ পেশা ঈশ্বরের সবচেয়ে কাছের’। আজ তিনি তিব্বতের প্রথমশ্রেণীর চিত্রশিল্পী এবং তিব্বত থাংকা পেইন্টিং একাডেমির সহ-সভাপতি।
একটি থাংকা আঁকা শেষ করতে কয়েক মাস লাগতে পারে। কখনও কখনও দুই থেকে তিন বছর সময়ও লাগে। মিয়ানসা শাখা থাংকা বৈশিষ্ট্যপূর্ণ। (ইয়াং/আলিম/ছাই)