চীনের শিল্প, চীনের সংস্কৃতি
2022-05-19 20:10:07

ক্যান্টোনিজ অপেরা নিয়ে প্রথম সিনেমায় সর্বাধুনিক প্রযুক্তি

চীনা সংস্কৃতির অন্যতম বড় নিদর্শন হিসেবে ধরা হয় ক্যান্টোনিজ অপেরাকে। ঐতিহ্যবাহী এই অপেরাকে উপজীব্য করে চলচ্চিত্র নির্মাণ করেছে চীন। ক্যান্টোনিজ অপেরাকে নিয়ে প্রথম এই চলচ্চিত্রের নাম দেওয়া হয়েছে 'দ্যা হোয়াইট স্নেক'। এরই মধ্যে ব্যাপক প্রশংসা কুঁড়িয়েছে এই সিনেমা। দর্শকমহলে সাড়াও মিলেছে ব্যাপক।

ছবি: ক্যান্টোনিজ অপেরা

তবে এই চলচ্চিত্রকে আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে নেওয়া হয়েছে অভিনব উদ্যোগ। ক্যান্টোনিজ অপেরা নিয়ে নির্মিত চলচ্চিত্রে এবার ফোর-কে আল্ট্রা হাই ডেফিনিশন ও প্যানারোমিক সাউন্ড সিস্টেমের ব্যবহার করছে কর্তৃপক্ষ।

সংগীতানুষ্ঠানের জন্য আন্তর্জাতিক পুরষ্কার পেল সিজিটিএন

ছবি: সিজিটিএনের অনুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও কলা-কুশলী

চীনা নববর্ষ উপলক্ষে সিজিটিএনের বিশেষ সংগীতানুষ্ঠান ‌''আ মিউজিক্যাল টোস্ট টু ২০২২' বিখ্যাত নিউইয়র্ক ফেস্টিভ্যালস টিভি অ্যান্ড ফিল্ম অ্যাওয়ার্ড জয় করেছে। সিজিটিএনের অই অনুষ্ঠানে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী ও কলা-কুশলীরা। এ ছাড়াও নববর্ষে সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানাতে বিশ্বের ৮টি দেশের তরুণ শিল্পীরা অংশ নেয়।

মোট ৪২টি দেশের প্রতিনিধির ভোটে সেরা নির্বাচিত হয় সিজিটিএনের সংগীতানুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।

প্রতিবেদন: তানজিদ বসুনিয়া