বন্যার ভয়াবহ রূপ সিলেটে
2022-05-19 19:47:25

ঢাকা, মে ১৯: অবিরাম বর্ষণ আর অব্যাহত পাহাড়ি ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এরইমধ্যে বন্যায় তলিয়ে গেছে সিলেটের সবকটি উপজেলা। সময় যতো যাচ্ছে বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ।

সিলেটের জকিগঞ্জ, কানাইঘাট, কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলায় বন্যার ভয়াবহতা চোখে পড়ার মতো। এ ছাড়া সিলেট সদর উপজেলাসহ নগরীর বেশিরভাগ এলাকাই এখন পানির নিচে।

বন্যাকবলিত এলাকায় তলিয়ে গেছে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, বাসাবাড়ি ও দোকানপাট। আর নতুন করে যোগ হয়েছে বিশুদ্ধ পানির সংকট।

বন্যাকবলিতদের জন্য নানা পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন।

সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ গণমাধ্যমকে বলেন, এই মুহূর্তে প্রকৃতি খুবই বিরূপ আচরণ করছে। একদিকে অবিরাম বর্ষণ আর আরেকদিকে পাহাড়ি ঢল, এই দুইয়ে মিলে সিলেট অঞ্চলকে বন্যায় ডুবিয়েছে। পরিস্থিতির দ্রুত উন্নতি হবে না বলে উল্লেখ করেন তিনি।

অভি/ সাজিদ