সাংবাদিক ও কলামিস্ট গাফ্ফার চৌধুরী আর নেই
2022-05-19 19:48:54

ঢাকা, মে ১৯: বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও সাহিত্যিক আবদুল গাফ্ফার মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ৮৬ বছর বয়সী আব্দুল গাফ্ফার চৌধুরী মৃত্যুকালে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। পারিবারিক ও পেশাগতভাবে পরিচিত কিছু সূত্রের বরাত দিয়ে বাংলাদেশের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লন্ডনের স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটে তিনি মারা যান।

১৯৩৪ সালের ১২ ডিসেম্বর বরিশালের মেহেন্দিগঞ্জের উলানিয়া জন্মগ্রহণ করেন আবদুল গাফ্ফার চৌধুরী। ১৯৫০ সালে ‘দৈনিক ইনসাফ’পত্রিকায় সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করেন। ভাষা আন্দোলনকে স্মরণ করে লেখা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’গানের রচয়িতা তিনি।

আবদুল গাফ্ফার চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাজিদ/রহমান