আকাশ ছুঁতে চাই পর্ব ৭৪
2022-05-19 19:53:05

কী থাকছে এবারের পর্বে

১. নারীর জীবনে যুদ্ধ তো রয়েছেই: পাপড়ি রহমান, বিশিষ্ট সাহিত্যিক

২. মা ও শিশুর কল্যাণে 

৩.  মানবতার কল্যাণে নিয়োজিত  নার্স লিউ চিয়াই

৪. সাংবাদিকতায় সাহসের প্রতীক শিরীন আবু আকলেহ

৫.  শিল্পের নতুন ধরন প্রবর্তন করলেন উ ইয়াং

চীন আন্তর্জাতিক বেতারের ঢাকা স্টেশন থেকে প্রচারিত আকাশ ছুঁতে অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা মারিয়া। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন।

নারীর লেখনিতে নারীর জীবন যখন প্রতিফলিত হয় তখন তা পায় ভিন্ন মাত্রা। নারীর লেখালেখির ভুবন নিয়ে আজ আমরা কথা বলবো এদেশের বিশিষ্ট কথা সাহিত্যিক পাপড়ি রহমানের সঙ্গে। আমাদের অনুষ্ঠানে তাকে স্বাগত জানাই।

নারীর জীবনে যুদ্ধ তো রয়েছেই: পাপড়ি রহমান, বিশিষ্ট সাহিত্যিক

সাক্ষাৎকার

বাংলাদেশের বিশিষ্ট কথাসাহিত্যিক পাপড়ি রহমান। তিনি একাধারে লেখক, সম্পাদক, গবেষক এবং অনুবাদক। তার লেখালেখি শুরু করেন শৈশব থেকেই। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে সাংস্কৃতিক পরিবেশ বিকশিত হয়। শিশুকিশোরদের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও গড়ে ওঠে। সেসময় থেকেই তিনি পত্রিকার ছোটদের পাতায় লিখতে থাকেন। তার মা ও পরিবারের অন্যদের তিনি বই পড়তে দেখেছেন। সে সময় থেকেই তার লেখক হওয়ার ইচ্ছা হয়।

পাপড়ি রহমানের লেখায় নারীর এক স্বতন্ত্র কণ্ঠস্বর খুঁজে পাওয়া যায়। তিনি নারীর জীবন সংগ্রামকে বিভিন্নভাবে তুলে ধরেছেন। তার উপন্যাস ‘বয়ন’-এ তিনি জামদানি শিল্পে নিয়োজিত মানুষদের সংগ্রাম চিত্রায়িত করেছেন। ‘পালাটিয়া’ উপন্যাসেও রয়েছে নারীর জীবনযুদ্ধের কথা। তিনি মনে করেন ‘নারীর জীবনে যুদ্ধ তো রয়েছেই’। সকল পেশায়ই নারীর সংগ্রাম করতে হয়। একজন লেখক নারীকে লেখক হিসেবে এবং নারী হিসেবে দ্বিমুখী সংগ্রাম চালাতে হয়।

তিনি নিজের জীবনের কথাও বলেন। তাকে সাংসারিক ব্যস্ততার মধ্য থেকেও সময় বের করে নিতে হয়েছে লেখার জন্য। সন্তানরা স্কুলে গেলে এবং স্বামী অফিসে যাওয়ার পর তিনি লিখতে বসতেন।

চীনদেশ বিষয়ে পাপড়ি রহমানের রয়েছে বিশেষ আগ্রহ। তার ছোটচাচা ছিলেন রেডিও পিকিংয়ের শ্রোতা ও সদস্য। তাই শৈশবে চাচার কাছে তিনি দেখেছেন চীন দেশের বিভিন্ন পোস্টকার্ড, ছবি, ক্যালেন্ডার ইত্যাদি। যৌথ পরিবারে বেড়ে ওঠা পাপড়ি রহমান তার বাড়িতে চীন দেশের সংস্কৃতির বিভিন্ন নিদর্শন দেখেছেন। তার ভাই সামরিক বাহিনীর একজন সদস্য হিসেবে  চীনদেশে  একটি ট্রেনিং প্রোগ্রামে অংশগ্রহণের জন্য বেশ কিছুদিন সেখানে ছিলেন। তার কাছ থেকেও তিনি চীনের অনেক গল্প শোনেন।

পাপড়ি রহমান নতুন লেখকদের প্রতি পরামর্শ দেন অনেক বেশি পড়ার। তিনি মনে করেন ভালো কিছু লিখতে হলে অবশ্যই অনেক পড়তে হবে।

মা ও শিশুর কল্যাণে 

বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সুষ্ঠু শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক ও আবেগীয় বিকাশের জন্য শিশুদের জীবনের প্রথম আট বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়ে শিশুর শিক্ষা ও বিকাশের ভিত্তি রচিত হয়। চলতি সপ্তাহে জাতীয় ইসিডি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  বিস্তারিত থাকছে প্রতিবেদনে

বাংলাদেশের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ‘শিশুর সঠিক বিকাশ মেধাসম্পন্ন জাতি গঠনে ভূমিকা রাখে’।

সরকারের ১৫টি মন্ত্রণালয় শিশুকেন্দ্রিক বাজেট বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, একটি মেধাসম্পন্ন জাতি গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিশুবান্ধব সরকার শিশুর খাদ্য, পুষ্টি, স্বাস্থ্যসেবা, সুরক্ষা ও শিক্ষা নিশ্চিত করছে। গর্ভাবস্থা থেকেই মা ও শিশুর পুষ্টি নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় মা ও শিশু সহায়তা কর্মসূচি চালু করেছে।

এ সময় সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে ৫ লাখ ৬০ হাজার শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা ও সাঁতার সুবিধা প্রদান করা হবে বলেও জানানো হয়।  চলতি সপ্তাহের প্রথম দিনে ‘বাংলাদেশ আরলি চাইল্ডহুড ডেভেলপমেন্ট নেটয়ার্ক’ আয়োজিত জাতীয় ইসিডি সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী ইন্দিরা আরো বলেন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৭ লাখ ৭০ হাজার দরিদ্র মায়ের জন্য মাতৃত্বকালীন ভাতা ও ২ লাখ ৭৫ হাজার কর্মজীবী মায়ের জন্য ল্যাক্টেটিং মা ভাতা কর্মসূচি পরিচালিত হচ্ছে। বাংলাদেশের শিশুদের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।

মানবতার কল্যাণে নিয়োজিত নার্স লিউ চিয়াই

১২ মে ছিল বিশ্ব নার্স দিবস। চীনে নার্সিং  পেশায় অগণিত নারী কাজ করছেন যারা মানবতার কল্যাণে কাজ করে চলেছেন। এখন শুনবো এমনি একজন মানবতাবাদী নারী লিউ চিয়াই এর কথা।

২০২০ সালে যখন উহানে কোভিড ১৯ মহামারী দেখা দেয় তখন উহান থেকে মাত্র ১০০০ কিলোমিটার দূরে  হুইচোও শহরে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। মহামারী প্রতিরোধের কাজে হুবেইতে মেডিকেল স্টাফ নিয়োগ হবে। লিউ চিয়াইর বয়স তখনও ২০ বছর হয়নি। তিনি প্রথম মেডিকেল অ্যাসিসটেন্স টিমের সদস্য হন। এবং নার্সের গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন। তাকে পরে সাংবাদিকরা প্রশ্ন করে সেবাদানের জন্য তার বয়স কম ছিল কিনা। লিউ চিয়াই বলেন, যখনি তিনি সাদা অ্যাপ্রোনটি পরেন তখন নিজেকে আর টিন্এজার মনে হয়নি। তার মনে হয়ছিল কাজটি তাকে দেশের জন্য করতেই হবে।তার এই বক্তব্য পুরো জাতিকে অনুপ্রাণিত করে।  উহানে ডাক্তাররা যখন জীবন বাজি রেখে কোভিড রোগীদের চিকিৎসা করছেন তখন নার্স লিউও নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের সহায়তা করছিলেন। তিনি উহানে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে একজন সম্মুখ সারির যোদ্ধা হিসেবে নিজের কর্তব্য পালন করেন।

চতুর্থ ওয়ার্ল্ড কনফারেন্স অন উইমেন বা বেইজিং নারী সম্মেলনের ২৫ তম বার্ষিকী ২০২০ সালের অক্টোবর মাসে চীনে অনুষ্ঠিত হয়। এই উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং নার্স লিউ চিয়াইয়ের সাহসী, দেশপ্রেমিক ও মানবতাবাদী ভূমিকার কথা তুলে ধরেন এবং তার প্রশংসা করেন।

উহানের মহামারীর কাজ শেষে লিউ হুইচোও শহরে ফিরে আসেন। এ বছর ফেব্রুয়ারিতে নতুনভাবে হুইচোওতে কোভিডের প্রভাব বাড়লে লিউ এখানেও কোভিড প্রতিরোধের কাজে আত্মনিয়োগ করেন।

লিউ চিয়াই হলেন চীনের সেইসব নিবেদিত প্রাণ নার্সের প্রতীক যারা সাহসের সঙ্গে মানুষকে সেবা দিচ্ছেন এবং মানবতার কল্যাণে নিয়েজিত আছেন।

সাংবাদিকতায় সাহসের প্রতীক শিরীন আবু আকলেহ

গত ১১ মে আলজাজিরার সাংবাদিক শিরীন আবু আকলেহ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। তিনি ছিলেন আরব বিশ্বের শীর্ষস্থানীয় একজন নারী সাংবাদিক। তাঁর মৃত্যুতে গোটা ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্য জুড়ে নেমে আসে শোকের ছায়া।   বিস্তারিত প্রতিবেদনে।

শিরিন আবু আকলেহ। আরব বিশ্বের কাছে খুব পরিচিত একটি নাম। যিনি ২৫ বছর ধরে আল জাজিরার আরবি ভাষার চ্যানেলের বিশেষ প্রতিবেদক হিসেবে কাজ করছিলেন। শুধু তাই নয়, যুদ্ধ কিংবা শান্তি, যে কোনো সত্য ঘটনা তুলে ধরার চেষ্টায় শক্তিশালী কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের নানা বিষয় এবং মধ্যপ্রাচ্য নিয়ে সংবাদ পরিবেশন করে আসছিলেন এই নারী। তাই কয়েক দশক ধরে ইসরায়েল-অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলসহ মধ্যপ্রাচ্যের মানুষের কাছে তথ্য বন্ধু হয়ে উঠেন আকলেহ। তার জনপ্রিয়তা এবং সুখ্যাতি ঘর থেকে যুদ্ধ শিবিরেও ছড়িয়ে পড়ে। 

কাজের মধ্যেই গত ১১ মে পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন ৫১ বছর বয়সী এই সাংবাদিক। আল জাজিরা ও ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে তাকে আইডিএফ দ্বারা হত্যা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের প্রতিবেদনের পাশাপাশি অন্যান্য দেশ এবং বেসরকারি সংস্থার বিবৃতিতেও ইসরায়েলি বাহিনীর দ্বারা তার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে চিহ্নিত করা হয়।

আবু আকলেহ ছিলেন আরব বিশ্বের শীর্ষস্থানীয় সাংবাদিকদের একজন, একজন অভিজ্ঞ প্রতিবেদক যাকে তার মৃত্যুর পর "আরব গণমাধ্যমের সবচেয়ে বিশিষ্ট ব্যক্তি" হিসেবে বর্ণনা করা হয়।

শিল্পের নতুন ধরন প্রবর্তন করলেন উ ইয়াং

চীনের শিল্পচর্চার ভুবনে মিনারেল কালার পেইন্টিংয়ের প্রাচীন ধারাকে বর্তমানে  জনপ্রিয় করেছেন নারী শিল্পী উ ইয়াং।

শিল্পের নতুন ধারা মিনারেল কালার  পেইন্টিংয়ে দারুণ খ্যাতি পেয়েছেন চীনের নারী শিল্পী উ ইয়াং। এই শিল্পী এতটাই খ্যাতি পেয়েছেন যে, খসড়া অবস্থাতেই তার শিল্পকর্ম  বিক্রি হয়ে যাচ্ছে। তরুণ শিল্পবোদ্ধা ও সংগ্রাহকদের কাছে দারুণ জনপ্রিয় উ ইয়াংয়ের শিল্পকর্ম।

উ ইয়াংয়ের জন্ম ১৯৮৫ সালে সিচুয়ান প্রদেশের তাচৌ শহরে। তিন বছর বয়স থেকেই ছবি আঁকেন উ। তিনি ছোংছিংয়ের সিচুয়ান ফাইন আর্টস ইন্সটিটিউটে শিক্ষা গ্রহণ করেন এবং বেইজিংয়ের সেন্ট্রাল একাডেমি অব ফাইন আর্টসে ইংক পেইন্টিং এবং ফটোশপ ও কম্পিউটার গ্রাফিকসের কাজ শেখেন। 

২০১২ সালে উ বেইজিংয়ে নিজস্ব আর্ট স্টুডিও স্থাপন করেন। তিনি ঐতিহ্যবাহী চায়নিজ সিরামিকের কাজও শিখেছেন। তিনি চীনের প্রাচীন শিল্পকর্ম দেখে অনুপ্রাণিত হয়ে মিনারেল কালার পেইন্টিংয়ের ধারায় কাজ শুরু করেন। চীনে থাং রাজবংশের সময়(৬১৮-৯০৭) মিনারেল কালার পেইন্টিং ছিল জনপ্রিয় শিল্পধারা। প্রায় দেড় হাজার বছর ধরে এই ধারাটি চীনে চর্চিত হয়েছে। তবে পরবর্তি সময়ে এই শিল্পধারা জনপ্রিয়তা হারায়।

উ তার শিল্পকর্মের মাধ্যমে থাং রাজবংশের সময়কার শিল্পধারাটিকে আবার জনপ্রিয় করে তুলেছেন।

উ মিনারেল কালার পেইন্টিংয়ের একটি স্যোশাল গ্রুপ তৈরি করেছেন, ভিডিও আপলোড করেন এবং লাইভ স্ট্রিমিংও করেন। চীনের ভিডিও শেয়ারিং প্লাটফর্ম বিলিবিলিতে তার ভিডিও ৭ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে।

সুপ্রিয় শ্রোতা আকাশ ছুঁতে চাই অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি আমরা।

আমাদের অনুষ্ঠান আপনারা সবসময় শুনতে পাবেন শর্ট ওয়েভ ৯ হাজার ৪শ ৯০ এবং শর্ট ওয়েভ ১১ হাজার ৬শ ১০ কিলোহার্টজে। আরও শুনতে পাবেন সিআরআই বাংলার ওয়েবসাইটে এবং অবশ্যই আমাদের ফেসবুক পেজে। জেনে নিন আমাদের ইমেইল অ্যাডরেস, cmg.bangla@gmail.com আমাদের ফেসবুক পেজ facebook.com/CRIbangla এবং facebook.com/CMGbangla এবংআমাদের সাক্ষাৎকারগুলো ইউটিউবে দেখতে পাবেন। youtube.com/CMGbangla.

আজ এ পর্যন্তই। সুস্থ থাকুন ভালো থাকুন। আবার কথা হবে। চাই চিয়েন।

সার্বিক  সম্পাদনা: ইয়ু কুয়াং ইউয়ে আনন্দী

লেখা, গ্রন্থনা, উপস্থাপনা : শান্তা মারিয়া

মা ও শিশুর কল্যাণে ও  সাংবাদিকতায় সাহসের প্রতীক শিরীন আবু আকলেহ, প্রতিবেদন: রওজায়ে জাবিদা ঐশী

মানবতার কল্যাণে নিয়োজিত  নার্স লিউ চিয়াই ও শিল্পের নতুন ধরন প্রবর্তন করলেন উ ইয়াং, প্রতিবেদন: শান্তা মারিয়া

অডিও সম্পাদনা: রওজায়ে জাবিদা ঐশী ও শান্তা মারিয়া