আজকের টপিক: আন্তর্জাতিক যাদুঘর দিবস ও চীনা যাদুঘর
2022-05-19 20:38:41

মে ১৯: ১৮শে মে হচ্ছে আন্তর্জাতিক যাদুঘর দিবস। ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মিউজিয়ামস (আইসিওএম)-এর প্রেসিডেন্ট আলবার্তো গ্যালান্দিনি এ উপলক্ষ্যে আয়োজিত চীনের মূল অনুষ্ঠানের সাফল্য কামনা করে একটি ভিডিও-বার্তা পাঠিয়েছেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ মিউজিয়াম এবং চীনা যাদুঘর কর্তৃপক্ষের  মধ্যে দীর্ঘমেয়াদী ও সফল সহযোগিতার জন্য আরও কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন।

এবারের আন্তর্জাতিক যাদুঘর দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘দ্য পাওয়ার অফ মিউজিয়াম’। আইসিএম-এর প্রেসিডেন্ট আলবার্তো গ্যালান্দিনি, চীনে আন্তর্জাতিক যাদুঘর দিবসের মূল অনুষ্ঠানে পাঠানো ভিডিও-বার্তায় বলেছেন, সাম্প্রতিক বছরগুলোতে আইসিএম এবং চীনা জাদুঘর কর্তৃপক্ষের মধ্যে ফলপ্রসূ সহযোগিতা হয়েছে। কোভিড-১৯  মহামারীতে বিশ্বব্যাপী যাদুঘরগুলো বিভিন্ন নতুনত্বও নিয়ে এসেছে।

তিনি বলেন: ‘মহামারীর এই সময়ে যাদুঘরগুলো উদ্ভাবনের কেন্দ্রে পরিণত হয়েছে৷ সবচেয়ে বিশেষ ও কঠিন পরিস্থিতিতে, বিশ্বের যাদুঘরগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে; উপকারী অনুসন্ধান পরিচালনা করেছে; অনলাইন এবং অফলাইনে নতুন সাংস্কৃতিক ও যোগাযোগের অভিজ্ঞতা তৈরি করেছে; ডিজিটাল প্রযুক্তি সম্প্রসারিত ও ব্যবহার করেছে; এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যাদুঘরগুলোকে আরও অ্যাক্সেসযোগ্য এবং আকর্ষণীয় করে তোলা হয়েছে৷ আমি জোর দিয়ে বলতে চাই যে, যাদুঘরগুলো সমাজের সদস্যদের জন্য আজীবন শিক্ষার সুযোগ দিতে পারে। বৈচিত্র্যকে আলিঙ্গন করতে ও পারস্পরিক বোঝাপড়াকে লালন করতে শিক্ষা ও জ্ঞান অপরিহার্য৷ আমাদের যাদুঘরে যেতে হবে আমাদের অতীতকে আরও ভালভাবে বোঝার জন্য, আমরা আজ কে তা বোঝার জন্য এবং ভবিষ্যতে আমাদের পথ খোঁজার জন্য।”

সাম্প্রতিক বছরগুলোতে, চীনে যাদুঘর শিল্পের উল্লেখযোগ্য উন্নয়ন ঘটেছে। সাংস্কৃতিক ঐতিহ্যের রাজ্য প্রশাসনের পরিচালক লি কুন একই দিনে বলেন, সারা দেশে নিবন্ধিত যাদুঘরের সংখ্যা অনেকে বেড়েছে। যাদুঘরকেন্দ্রিক সাংস্কৃতিক কার্যক্রমও বেড়েছে। এতে জনসাধারণের চাহিদা পূরণ হচ্ছে।

তিনি বলেন, ‘৩৯৫টি নতুন নিবন্ধিত জাদুঘর যোগ হলে চীনে নিবন্ধিত যাদুঘরের মোট সংখ্যা ৬১৮৩-তে দাঁড়াবে। ৫৬০৫টি যাদুঘরে ঢুকতে নাগরিকদের টিকিট কিনতে হয় না। গত বছর, যাদুঘরগুলো দেশব্যাপী ৩৬ হাজারটি প্রদর্শনীর আয়োজন করে এবং ৩ লাখ ২৩ হাজার শিক্ষামূলক কার্যক্রমে অংশ নেয়। যদিও মহামারী দ্বারা প্রভাবিত হয়েছে, তথাপি সারা দেশে যাদুঘরগুলোতে দর্শকের অভাব হয়নি। ৩ হাজারেরও বেশি অনলাইন প্রদর্শনী এবং ১০ হাজারেরও বেশি অনলাইন শিক্ষা কার্যক্রম পরিকল্পনা ও চালু করা হয়েছে এবং মোট অনলাইন ভিউয়ের সংখ্যা ৪১০ কোটি ছাড়িয়ে গেছে।"

চীনা যাদুঘরগুলো আন্তর্জাতিক সহযোগিতাও জোরদার করেছে। লি কুন বলেন:

  "আমরা কার্যকরভাবে আন্তর্জাতিক যাদুঘর সমিতির ১৯তম অধিবেশন, অন্তর্মুখী এবং আউটবাউন্ড বুটিক প্রদর্শনী, কর্মী বিনিময় প্রশিক্ষণ পরিচালনা এবং আন্তর্জাতিক যাদুঘর পরিচালনায় অংশগ্রহণের মাধ্যমে চীনা সংস্কৃতির আন্তর্জাতিক প্রভাবকে কার্যকরভাবে বৃদ্ধি করেছি।” (ওয়াং হাইমান/আলিম/ছাই)