১ মাসের মধ্যে চীন ফিরতে শুরু করবেন বাংলাদেশি শিক্ষার্থীরা
2022-05-19 21:06:43

ঢাকা, মে ১৯: চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফেরার ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-চায়না অ্যালুমনাই -অ্যাবকা। সংগঠনটি জানায়, শিক্ষা সমাপ্তির উদ্দেশ্যে তাদের চীনে ফিরে যাওয়ার জন্যই এমন ব্যবস্থা নিয়েছে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস।

অ্যাবকার সাধারণ সম্পাদক এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহাবুল হক চীন আন্তর্জাতিক বেতারকে এ খবর নিশ্চিত করেন। তিনি বলেন, ‌'করোনার কারণে অনেক শিক্ষার্থী এখনো বাংলাদেশে রয়েছে। এখানে দু'ধরণের শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে যারা চীনে পড়াশুনা শুরু করেছেন কিন্তু করোনা কারণে বাংলাদেশে চলে আসেন। আরেকটি পক্ষ হলো যারা নতুন করে সেখানে ভর্তি হয়েছেন।'

বাংলাদেশে অপেক্ষামান এই শিক্ষার্থীদের একটি তালিকা ঢাকায় অবস্থিত চীনা দূতাবাসে জমা দেওয়া হয় জানিয়ে তিনি বলেন, সেই তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হবে এক মাসের মধ্যে।

তানজিদ/সাজিদ