প্রতি বাজারে দ্রব্যমূল্য তদারকি সেল চায় এফবিসিসিআই
2022-05-19 19:50:25

ঢাকা, মে ১৯: বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতিটি বাজারে নিজস্ব মনিটরিং সেল গঠনের পরামর্শ দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি –এফবিসিসিআই।

বৃহস্পতিবার নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মজুদ, আমদানি, সরবরাহ ও মূল্য পরিস্থিতির বিষয়ে কারওয়ান বাজার ও নিউমার্কেটে দুটি মতবিনিময় সভা করে এফবিসিসিআই। এ সময় সংগঠন থেকে এমন পরামর্শ দেওয়া হয়। 

এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি ও বাজার মনিটরিং কমিটির আহ্বায়ক মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, সারাদেশের মানুষ এখন ব্যবসায়ীদের ওপর ক্ষুব্ধ। গুটিকয়েক মজুতদারের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, বাজারের অধিকাংশ ব্যবসায়ী সৎ।

সবাইকে এক হয়ে প্রতি বাজারে মনিটরিং সেল গঠনের পরামর্শ দিয়ে তিনি বলেন, সপ্তাহে দুদিন করে বাজার তদারতি ও পর্যবেক্ষণ করে দেখবে মনিটরিং সেল। এ সময় প্রতিটি দোকানে মূল্যতালিকা আছে কি না, তালিকা অনুযায়ী দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, কেউ অতিরিক্ত পণ্য মজুদ করছে কি না এসব বিষয়ে খোঁজ খবর রাখার আহ্বান জানান তিনি। 

মিম /সাজিদ